সাদ্দাম উদ্দিন রাজ
নারী-কন্যার সুরক্ষা করি‚সহিংসতামুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রায়পুরা উপজেলা হয়েছে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সোমবার(০৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কার্যালয়ে সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শফিকুল ইসলাম।
প্রধান অতিথি’র বক্তব্যে সহকারী কমিশনার ভূমি বলেন‚নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায় নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।এ ছাড়া দেশ ও নারীদের আত্নসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন‚জায়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে।বাল্য বিবাহ ও শিশু গর্ভের ঝুঁকিপূর্ণের বিষয়ে আমাদের সচেতনতার মাত্রা আরো বৃদ্ধি করতে হবে বলেও উল্লেখ করেন সহকারী কমিশনার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা:ফাতেমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:মোস্তফা খান‚রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার ক্লাবের উপদেষ্টা বশির আহমেদ মোল্লা,সভাপতি তৌফিকুল হক,সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমূখ।
চার জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী:বিলকিছ আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী:বিনা বেগম,সফল জননী:সাহিদা রবি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন:কাবলী তালুকদার।
আরো পড়ুন-
স্টাফ রিপোর্টার ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালীতে অবস্থিত ইকরাম সোয়েটার্স লিঃ এর অভ্যন্তরে গত (১৫ এপ্রিল…
মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক…
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা আ.ন.ম উবাইদুল্লাহর বিরুদ্ধে জমি মালিকদের…
কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারর (১৮ মে) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা…
বাকস্বাধীনতার পক্ষে সরব হয়েছেন নির্মাতা আশফাক নিপুন। ‘সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার’ হিসেবে তিনি…
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এবার জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধ…
This website uses cookies.