বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়পুরায় সম্মাননা পেলেন চার জয়িতা

রায়পুরায় সম্মাননা পেলেন চার জয়িতা

সাদ্দাম উদ্দিন রাজ 

নারী-কন্যার সুরক্ষা করি‚সহিংসতামুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রায়পুরা উপজেলা হয়েছে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

সোমবার(০৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কার্যালয়ে সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শফিকুল ইসলাম।

প্রধান অতিথি’র বক্তব্যে সহকারী কমিশনার ভূমি বলেন‚নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায় নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।এ ছাড়া দেশ ও নারীদের আত্নসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন‚জায়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে।বাল্য বিবাহ ও শিশু গর্ভের ঝুঁকিপূর্ণের বিষয়ে আমাদের সচেতনতার মাত্রা আরো বৃদ্ধি করতে হবে বলেও উল্লেখ করেন সহকারী কমিশনার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা:ফাতেমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:মোস্তফা খান‚রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার ক্লাবের উপদেষ্টা বশির আহমেদ মোল্লা,সভাপতি তৌফিকুল হক,সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমূখ।

চার জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী:বিলকিছ আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী:বিনা বেগম,সফল জননী:সাহিদা রবি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন:কাবলী তালুকদার।

আরো পড়ুন-

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়