Categories: সারাদেশ

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবকদের মাঝে বন্যার উদ্ধার উপকরণ বিতরণ

কুড়িগ্রাম সদর সংবাদদাতা

কুড়িগ্রামে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সমন্বয় সভা এবং বন্যায় অনুসন্ধান ও উদ্ধার উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কুড়িগ্রাম শহরের টেরে ডেস্ হোমস এর সেমিনার কক্ষে বন্যায় অনুসন্ধান ও উদ্ধার উপকরণ বিতরণ করা হয়।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধি ব্যক্তিসহ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের দূর্যোগ মোকাবেলায় সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জীবনমান উন্নয়ন, পুণর্বাসনসহ প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দূর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সরকারী, বেসরকারি সংস্থাসমূহকে সম্পৃক্তকরণের মাধ্যমে কাজ করে আসছে সিডিডি। তারই ধারাবাহিকতায় ব্রীজ-পুটিং প্রকল্পের আওতায় সিডিডি প্রতিবন্ধি ব্যক্তিসহ ৫৭ জন ব্যক্তিকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তুলেছে।

প্রশিক্ষিত এই স্বেচ্ছাসেবকদের হাতে বিভিন্ন উদ্ধার উপকরণ তুলে দেয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের চিফ কনসালট্যান্ট ড. আরিফুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রামের ইউএলও মো. বায়েজিদ হোসেন, সিডিডি’র ব্রীজ-পুটিং প্রকল্প ব্যবস্থাপক আবু আল তারেক আহমেদ এবং বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিগণ।

আলোচনায় জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তাআব্দুল হাই সরকার উল্লেখ করেন – কুড়িগ্রামে যেসব এনজিও দূর্যোগ এবং প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করে, তার মধ্যে সিডিডি অন্যতম। এই এনজিওটি প্রতিবন্ধি ব্যক্তিদের দূর্যোগ ঝুঁকি হ্রাসে যাত্রাপুরে দৃশ্যমান কার্যক্রম সম্পাদন করেছে, যা একটি দুর্যোগপ্রবণ ইউনিয়নের জন্য ভালো দৃষ্টান্ত।
সদরের যাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, সিডিডি বিভিন্ন সময়ে প্রশিক্ষণের মাধ্যমে যে দক্ষ স্বেচ্ছাসেবক দল তৈরী করেছে, তাদের হাতে তুলে দেয়া এই উদ্ধার উপকরণগুলো দুর্যোগে উদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সমন্বয় সভা শেষে ১৯ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের হাতে উদ্ধার উপকরণ তুলে দেন প্রকল্প ব্যবস্থাপক আবু আল তারেক আহমেদ ও আব্দুল হাই সরকার। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সমন্বয় সভা এবং উদ্ধার উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকল্প ব্যবস্থাপক।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

5 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

11 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

11 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

11 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

11 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

14 hours ago

This website uses cookies.