আনারুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ওই শিশু শিক্ষার্থীদের দাবি, অতিরিক্ত পড়ার চাপে মাদ্রাসায় না গিয়ে নিখোঁজ হয় তারা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দৃষ্টিনন্দন পার্কে চলমান ইসলামি মাহফিলের গেইট থেকে তাদের উদ্ধার করে পুলিশ। ওই তিন শিশু হলো সদর উপজেলার নারায়ণপুর ইউপির সাতরশিয়া গ্রামের শাহলালের ছেলে শাহীন আলী (১৩), আজিজুল ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (১২) ও কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)। জিডি, অভিভাবক, মাদ্রাসা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয় তিন শিক্ষার্থী।
কিন্তু তারা মাদ্রাসায় না গিয়ে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে শিক্ষার্থী শাহীনের মামার বাড়ি যায়। সেখানে রাত্রি যাপন করে পরদিন ৯ ডিসেম্বর দুপুর আড়াইটায় তিন বন্ধু আবারও মাদ্রাসার উদ্দেশে বের হয়। কিন্তু তারা আবারও মাদ্রাসায় না গিয়ে মহারাজপুরের একটি মসজিদে রাত্রিযাপন করে।
পরদিন ১০ ডিসেম্বর তারা চাঁপাইনবাবগঞ্জ শহরে পৌঁছে ও নিউমার্কেট জামে মসজিদে রাত্রিযাপন করে। পরদিন গত বুধবার (১১ ডিসেম্বর) রাতেও তারা নিউমার্কেট মসজিদে রাত্রিযাপন করে। বৃহস্পতিবার রাতে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ তাদের বারঘরিয়ার মাহফিল থেকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে একটি ইসলামি অনুষ্ঠান থেকে তাদের উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুদের পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়। তিনি আরও জানান, তিন দিন তারা শহরের বিভিন্ন মসজিদ রাত কাটানোর পাশাপাশি বিভিন্ন স্থানে ‘ইসলামি জলসা’ শুনে বেড়ায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ‘অতিরিক্ত পড়ার চাপে’ কারণে মাদ্রাসা ছেড়ে নিখোঁজ হয়েছিল।
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…
This website uses cookies.