নিজস্ব সংবাদদাতা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চাঞ্চল্যকর হিছা খাঁ হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল ও হৃদয় ওরফে ফাহিমকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সকাল পৌনে ৯টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মো. চুন্নু খাঁর ছেলে ফয়সাল ও হৃদয়। তারা সম্পর্কে আপন ভাই।
র্যাব জানায়, ভিকটিম হিছা খাঁর সঙ্গে চুন্নু খাঁ, তার ছেলে ফয়সাল ও হৃদয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির প্রবেশপথের রাস্তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। চলতি বছরের ১৬ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে হিছা খাঁ মাঠ থেকে কাজ শেষ করে ফিরছিলেন। সে সময় স্থানীয় গিয়াস উদ্দিনের বাড়ির পাশের রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করে। আসামি ফয়সালের হাতে থাকা চাকুর আঘাতে ভিকটিমের পেটের বাম পাশে মারাত্মক ক্ষত হয়, যার ফলে নাড়িভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই ভিকটিম অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় হিছা খাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল সকাল পৌনে ৯টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ফয়সাল ও তার ভাই হৃদয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে।
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…
This website uses cookies.