নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুঁড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী বিররামপুর ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ ডিসেম্বর) মাদ্রাসার হলরুমে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সমন্বয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অভিবাবক সমাবেশে উপস্থিত ছিলেন, বিররামপুর ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার হাফেজ মাওলানা মো. ইউনুস আলী, গফরগাঁও হুরমত উল্লাহ্ কলেজ এর প্রফেসর মো. কামরুজ্জামান, ঢাকা সচিবালয় এর জিয়াউল হক ভোলা, আব্দুল কাজি খালেক, আলহাজ ডাক্তার ওয়ারেজ উদ্দিন, বইলর কানহর আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা বুরহান উদ্দিন, আউলিয়ানগড় আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আজিজুল হক, মাহফুজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোজাম্মেল হোসেন, গোলাম মোস্তফা, মজিবুর রহমান, মীর মো. শাহীন, জাকিয়া বেগম প্রমূখ।
সমাবেশে অতিথি ও শিক্ষকগণ বলেন, ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করে যাচ্ছে অভিভাবকদেরও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্য আহবান জানান।
এছাড়াও সমাবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অভিভাবকদের করণীয়তা নিয়ে আলোচনা ও অভিভাবকদের মতামত গ্রহণ করা হয়। এসময় অভিভাবক সমাবেশে অত্র মাদ্রাসার শিক্ষক , শিক্ষিকাবৃন্দ ও প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
This website uses cookies.