আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের কর্ণধার: শিবির সভাপতি

নূর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ

“মেধার উদযাপন, ভবিষ্যতের অনুপ্রেরণা”— এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হলো এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় উলিপুর এম.এস স্কুল এন্ড কলেজ মাঠে উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই মহতি আয়োজন ঘিরে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের কর্ণধার। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, বরং সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সমাজ ও দেশের উন্নয়নে তোমাদের অবদান রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান দুই শিক্ষাবিদ- ড. মো. নিজাম উদ্দীন, প্রফেসর (আরবি বিভাগ), ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী, প্রফেসর (প্রাণিবিদ্যা বিভাগ)। তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যাওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।ড. নিজাম উদ্দীন বলেন, “সফলতার আসল মানে শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; সততা, অধ্যবসায় ও জ্ঞানচর্চাই শিক্ষার্থীর প্রকৃত পরিচয় গড়ে তোলে।”

অন্যদিকে ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী বলেন, “গ্রামীণ শিক্ষার্থীরাও চাইলে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, চেয়ারম্যান, উলিপুর উন্নয়ন ফোরাম। তিনি বলেন, “আজ যাদের আমরা সংবর্ধনা দিচ্ছি, তারা আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের কান্ডারি। এই সংবর্ধনা তাদের জীবনে নতুন উদ্দীপনা যোগাবে এবং স্বপ্ন পূরণের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।”সকাল থেকে অনুষ্ঠানস্থলে ভিড় জমে যায় শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের। উলিপুর এম.এস স্কুল এন্ড কলেজ মাঠ বর্ণিল সাজে সজ্জিত হয়। শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনেক শিক্ষার্থী জানান, এ সংবর্ধনা তাদের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। অভিভাবকরা বলেন, সন্তানদের এই সাফল্যে তারা গর্বিত এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনোবল আরও বাড়িয়ে দেবে।

সংগঠকরা জানান, এ সংবর্ধনার উদ্দেশ্য কেবল শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া নয়; বরং তাদের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য। মেধার যথাযথ মূল্যায়ন হলে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হয়ে পড়াশোনায় মনোযোগী হয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

উলিপুরের সাধারণ মানুষ, শিক্ষক ও স্থানীয় সুধীজনরা এই আয়োজনকে প্রশংসা করেছেন। তাদের মতে, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

প্রলয় ডেস্ক

Recent Posts

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

2 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

2 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

2 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

2 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

2 hours ago

কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব

আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…

3 hours ago

This website uses cookies.