প্রলয় ডেস্ক
রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হত্যাকাণ্ড ঘিরে ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করবে সরকার। অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে এ তদন্ত কমিটি গঠিত হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে (করিডোর) বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে আয়োজিত বিশেষ প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি প্রথম থেকে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করনে সোচ্চার ছিলাম এবং এখনও আছি। আমি দায়িত্ব পাওয়ার পর গত ২রা সেপ্টেম্বর প্রথম বার এবং ৪নভেম্বর বিজিবি সদর দপ্তরে দ্বিতীয়বার পরিদর্শন করি এবং হত্যাকাণ্ডের সঠিক বিচারের কথা বলি যা গনমাধ্যমে প্রকাশ পেয়েছে।
তিনি আরও বলেন, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নয় একজন সাধারণ নাগরিক এবং প্রাক্তন সেনাবাহিনীর সদস্য হিসেবে আমি শুরু থেকেই বিডিআর হত্যা কাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি। সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায়বিচার সুশাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
তিনি জানান, বিডিআর হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির সদস্য সংখ্যা ৫ জন ৭ জন বা ৯ জন হতে পারে।
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
This website uses cookies.