নিজস্ব প্রতিদেকব
রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম আব্দুর রহমান(১৯)।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, বাদী মোঃ হিমেল আহমেদ পেশায় একটি বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরীজীবি। তিনি গত ০৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ রাত আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় উত্তরখান থানার ভাতুরিয়া এলাকায় নিজ বাসার সামনে নিজের মোটরসাইকেলটি রেখে বাসার ভিতরে যান। অতঃপর রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় তিনি বাসা থেকে বের হয়ে দেখেন তার রেখে যাওয়া মোটরসাইকেলটি যথাস্থানে নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি। এ ঘটনায় ১৭ ডিসেম্বর, ২০২৪ খ্রি. তারিখে বাদী মোঃ হিমেল আহমেদের অভিযোগের প্রেক্ষিতে উত্তরখান থানায় একটি চুরির মামলা রুজু হয়।
থানা সূত্রে আরও জানা যায়, রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) রাত আনুমানিক ০৩:০৫ ঘটিকায় উত্তরখান থানার বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম আব্দুর রহমানকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূ্ল্য পঞ্চান্ন হাজার টাকা।
আরো পড়ুন-
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুর রহমান মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন যাবৎ উত্তরখান থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে আসছে। চক্রটি ঢাকাসহ বিভিন্ন জেলা হতে মোটরসাইকেল চুরি করে নিজস্ব লোক দ্বারা চোরাইকৃত মটরসাইকেল দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো।
মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক প্রলয় এএএস
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.