প্রশাসন ও ডাকাত দুইয়ে মিলে চলছে অবৈধ বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক

শিবালয় উপজেলাস্থ যুমনা নদীর আলোকদিয়া অংশে অবাধে চলছে অবৈধ বালু উত্তোলনের কাজ। চারটি ভারী খনন যন্ত্র ও দুটি শ্যালো মেশিন দিয়ে চলছে বালু উত্তোলন। পক্ষান্তরে নদীর তীর ভাঙন শুরু হয়ে ইতোমধ্যে বেশ কিছু বসতভিটা বাড়ি-ঘর, কৃষি জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে পার্শ্ববর্তী চরের বসতবাড়ি, কৃষি জমি, মসজিদ ও স্কুলসহ বিভিন্ন স্থাপনা।

শিবালয় উপজেলার আলোকদিয়া চরের একাধিক বাসিন্দারা বলেন, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির বিদ্যুতের পিলারের পাশ থেকে ৬টি কাটার মেশিন দিয়ে প্রতিদিন সকাল,সন্ধ্যা,রাত পর্যন্ত বালু উত্তোলন করা হয়। এর ফলে বিদ্যুতের পিলার যেমন ভেঙ্গে পড়ার শঙ্কা রয়েছে,তেমনি স্থানীয় বাসিন্দাদের বসতবাড়ি, ফসলি জমি, স্কুল, মসজিদ নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

এলাকার কেউ বাঁধা দিতে গেলে প্রশাসনের অনুমতি আছে বলে জানায় বালু ব্যবসায়ীরা। এছাড়া, কেউ বাঁধা দিতে গেলে মারধরসহ মামলা দিয়ে হয়রানির হুমকি দেয় সিন্ডিকেটের লোকজন।সরেজমিনে তদন্ত করে দেখা যায়, আলোকদিয়ার দক্ষিণ তেওতা এলাকায় বালুমহাল ইজারাকৃত জায়গা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যমুনা নদীর পশ্চিম পাশে রয়েছে বালু উত্তোলনের ৬টি মেশিন ও বেশ কয়েকটি বলগেট।

পিজিসিবির বৈদ্যুতিক পিলারের পাশে ছয়টি ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করে বলগেট ভরে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।অবাধে বালু উত্তোলনের ফলে নদীর পাড়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীতে চলে গেছে বহু কৃষিজমি, বসতবাড়ি। ভাঙণের ঝুঁকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, রাস্তা-ঘাট। নদী ভাঙনের শিকার হয়ে একটি মসজিদের আসবাবপত্র, চালা বেড়ার টিন খুলে নৌকায় করে অন্যত্র সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। প্রতি মুহূর্তে ভাঙছে কৃষি জমি।

ড্রেজার মেশিনে কর্মরত শ্রমিক তৈয়ব আলী বলেন, মেসার্স তাকবীর এন্টারপ্রাইজের নামে বালুমহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এসব দেখাশুনা করে স্থানীয় বাবু মাদবর, জালাল মাদবর ও রাজবাড়ীর ধাওয়াপাড়া এলাকার মুক্তার হোসেন। প্রতিটি বলগেট ভরতে তাদেরকে ৫ থেকে ৭ হাজার করে টাকা দিতে হয়।

জেলা প্রশাসক বরাবর অভিযোগকারী মো. জামাল হোসেন জানান, অসাধু বালু ব্যবসায়ীরা বার বার নিষেধ করা সত্ত্বেও বালু উত্তোলন অব্যাহত রেখেছে। তারা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে বালু উত্তোলন করছে এতে এলাকাবাসী একেবারে সর্বস্বান্ত হয়ে যাবে। এলাকাবাসীর জান মাল হেফাজতের স্বার্থে এসব অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

এ বিষয়ে তাকবীর এন্টারপ্রাইজের দেয়া টোকেন নাম্বারে ফোন দিলে দেখা যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশারের।স্বৈরাচার সরকারের পতনের পর সে পলাতক থাকায় ও মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি।

তবে রাজবাড়ীর ধাওয়াপাড়া এলাকার মুক্তার হোসেন বলেন, ওইখানে নিয়মিত বালু উত্তোলন করা হয়না, একদিন চলে তো দুই দিন বন্ধ থাকে। আর যেসব ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে সেগুলোর মালিক আমি। তবে আমি বালু উত্তোলনের সাথে জড়িত না। যারা বালু উত্তোলন করছে তাদের সাথে যোগাযোগ করেন বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, আলোকদিয়া চরের অনেক বসতবাড়ি, কৃষিজমি ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা ভাঙণের বিষয়টি আমরা দেখেছি। শুনেছি যমুনায় বাবু ডাকাত ও জালাল ডাকাতের নিয়ন্ত্রণে ইজারাকৃত এলাকার বাইরে বালু উত্তোলন করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে অভিযান চালিয়ে এসব বালু ব্যবসায়ীদের চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং দুটি ড্রেজার মেশিন ব্যবহার অনুপযোগী করা হয়েছে। এরপর আরো দুইবার অভিযান চালানো হয়েছে। আমরা যাওয়ার আগে তারা খবর পেয়ে সেখান থেকে সটকে পড়ে। মুলহোতাদের ধরার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

5 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

11 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

11 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

11 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

11 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

14 hours ago

This website uses cookies.