Categories: বাণিজ্য

পূনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের ভারি শিল্প চিনিকল

আহসান হাবিব, পঞ্চগড়

চার বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বন্ধ থাকা পঞ্চগড়ের ভারি শিল্প চিনিকল। বর্তমান অন্তবর্তীকালিন সরকারের উদ্যোগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এর অধীন ৬টি চিনিকলের আখ মাড়াইয়ের স্থগিতাদেশ প্রদান করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। পূনরায় চালুর চিনিকল গুলো হচ্ছে পঞ্চগড়, রংপুর, পাবনা, কুষ্টিয়া, সেতাবগঞ্জ ও শ্যামপুর।

প্রজ্ঞাপনে বলা হয়, মাড়াই স্থগিতকৃত চিনিকল সমূহ পুনরায় চালু করার জন্য ও চিনিকল লাভজনকভাবে চালানোর নিমিত্ত সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রণয়নের লক্ষে গঠিত টাক্সফোর্সের সুপারিশ ও মতামতের আলোকে ০৩/১২/২০২৪ তারিখে স্মারক মূলে পর্যাপ্ত আখ প্রাপ্তি সাপেক্ষে ১ম পর্যায়ে শ্যামপুর, সেতাবগঞ্জ চিনিকল, ২য় পর্যায়ে পঞ্চগড় ও পাবনা চিনিকল এবং ৩য় পর্যায়ে কুষ্টি ও রংপুর চিনিকলের মাড়াই কার্যক্রম পূনরায় চালুকরণের লক্ষে উপর্যুক্ত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

জানা যায়, উত্তরের জেলার একমাত্র ভারি শিল্প চিনিকল। প্রায় ২১ দশমিক ২৮ একর জমির ওপর গড়ে উঠা চিনিকলটি ২০০৫-৬ অর্থবছরে নানা কারণে লোকসান গুণতে শুরু করে। লোকসানের কারণে সরকার ২০২০ সালে দেশের ছয়টি কারখানার সঙ্গে পঞ্চগড় চিনিকলেরও আখ মাড়াই কার্যক্রম স্থগিত করে। তখন থেকেই বন্ধ হয়ে যায় কারখানাটির আখ মাড়াই কার্যক্রম। দীর্ঘ ৪ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আখ মাড়াই। নষ্ট হওয়ার পথে মূল্যবান যন্ত্রপাতি। ২০১৮ সালে ৬ কোটি ৭ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ শুরু হলে ২০২২ সালের ৩১ মার্চ ইটিপির নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি লিমিটেড।

পঞ্চগড় চিনিকল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন বন্ধ বন্ধ থাকার পর বর্তমান অন্তবর্তীকালিন সরকার চিনিকলটি চালুর উদ্যোগ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ঠাকুরগাঁও চিনিকলের তত্ত¡াবধানে পঞ্চগড়ে আখ চাষ হচ্ছে। ৩১টি ইক্ষুক্রয় কেন্দ্র এর মধ্যে ৮টি চালু রয়েছে। বর্তমানে ৭৯২ একর জমিতে আখ আবাদ হচ্ছে। এখন আখ মাড়াইয়ের মৌসুম চলমান। মাঠে ২০০ একর জমিতে আখ চলমান রয়েছে। আখ চাষিদের উদ্বুদ্ধ করা হবে। যাকে কৃষকরা আখ চাষে আগের সেই উদ্যমে আসে।

গত ১৬ নভেম্বর বন্ধ হয়ে থাকা সুগার মিল পরিদর্শনে এসেছিলেন অন্তবর্তীকালিন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শনে এসে শিল্প উপদেষ্টা পঞ্চগড়সহ বন্ধ থাকা সকল সুগার মিল চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান। একই সাথে সুগার মিলের যেসব জায়গা দখল হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এ শিল্প উপদেষ্টা।

পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, সরকার পঞ্চগড়সহ ৬টি চিনিকল চালুর বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। বর্তমানে এ জেলায় ৭৯২ একর জমিতে আখ আবাদ হচ্ছে। ৩১টি ইক্ষুক্রয় কেন্দ্র এর মধ্যে ৮টি চালু রয়েছে। এখন তো আখ মাড়াইয়ের মৌসুম। মাঠে ২০০ একর জমিতে আখ রয়েছে। আখ রোপনের সময় শুরু হয়েছে। আমরা চাষিদের উদ্বুদ্ধ করা চেষ্টা করছি।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

8 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

14 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

14 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

14 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

14 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

17 hours ago

This website uses cookies.