টঙ্গী সংবাদদাতা
টঙ্গীতে আগুনে একটি বাড়িতে আটটি কক্ষ পুড়ে গেছে। এ সময় তালাবদ্ধ একটি কক্ষে মিরাজ (১০) নামে এক শিশু পুড়ে মারা গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত পৌনে ১১টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) আশিক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শিশু মিরাজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মইদাম গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। সে বাবা মায়ের সঙ্গে দত্তপাড়া আচার-পট্টি রোড এলাকায় জনৈক লতা বেগমের বাড়িতে বসবাস করতো এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা জানান, শিশু মিরাজকে রেখে তার মা-বাবা দুই দিন আগে গ্রামের বাড়িতে যান। দাদি তাকে ঘরে তালা দিয়ে অন্যত্র গিয়েছিলেন। রাত সোয়া ৯টার দিকে আগুন লেগে তালাবদ্ধ কক্ষসহ বাড়ির ৮টি কক্ষে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহিন আলম জানান, রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু তার আগেই এক শিশু তালাবদ্ধ ঘরে পুড়ে মারা যায়। পরে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে ওই বাড়ির ৮টি কক্ষ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রুম্মান জানান, অগ্নিকাণ্ডে মিরাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ১০ থেকে ১১ বছর হবে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.