ব্যাংকে হানা দেওয়া ৩ ডাকাত খেলনা পিস্তলসহ আত্মসমর্পণ

বনি আমিন, কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ঢুকে তিন ঘণ্টা অবরুদ্ধ রাখার পর তিন ডাকাতকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে স্থানীয় বাসিন্দা দু’জন কিশোর স্কুল ও মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ডাকাতদল ব্যাংকটির ওই শাখায় প্রবেশ করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তিন ডাকাত আত্মসমর্পণ করলে তাদের আটক করা হয়। তাদের আটকের পর ভেতরে থাকা ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের নিরাপদে বের করা হয়।

ডাকাতদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি ছোরা জব্দ করা হয় ব্যাংকের ভেতর থেকে একটি গুলির আওয়াজও শোনার দাবি প্রত্যক্ষদর্শীদের ডাকাতদল ব্যাংকে ঢুকার খবরে কার্যালয় ঘিরে রাখে এলাকাবাসী

উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুইটি ছোরা (চাকু) জব্দ করা হয় বলে থানা সূত্রে জানা যায়।

এদিকে ব্যাংকের বাইরে থেকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা ব্যাংকের কার্যালয়ে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে রাখে। এ সময় বাইরে থেকে ব্যাংকের ভেতরে একটি গুলির আওয়াজও শোনা যায়।

সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলন করেন পুলিশের এডিশনাল ডিআইজি খন্দকার মুঈদ। তিনি জানান, আটক তিনজন হলেন- গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার কুমুরিয়া গ্রামের মো. লিয়ন মোল্লা ওরফে নিরব (২২)। তবে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমদলী-খালপাড় এলাকায় থেকে চালকের কাজ করেন। এছাড়া আটক অপর দুজন কিশোর। এর মধ্যে একজন দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমদলী-খালপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়ে। একই এলাকার বাসিন্দা অপরজন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। পুলিশ ও উপস্থিত স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ব্যাংকের শাখা কার্যালয়ে ডাকাতদল ঢুকার খবর ছড়িয়ে পড়ে। এতে ওই ব্যাংক এলাকায় জড়ো হতে থাকেন এলাকাবাসী। এর এক পর্যায়ে ব্যাংকে ডাকাত ঢুকার বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকের কার্যালয়ের চারপাশ ঘেরাও করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে প্রথমে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। পরে বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন।

অভিযান শেষে র‌্যাব-১০ এর অধিনায়ক বলেন, তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে, তাদের অনুপ্রবেশের ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যাংকের কার্যালয়টির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বিকেলে ঢাকা রেঞ্জ ডিআইজি আওলাদ হোসেন জানান, রূপালী ব্যাংকের কেরানীগঞ্জ শাখা কার্যালয়ে ঢুকে পড়া ডাকাতরা দুটি শর্ত জুড়ে দিয়েছিল। একটি হলো- লুট করা ১৫ লাখ টাকা তারা নিতে চায়, অপরটি তাদের নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে। তাদের দাবিগুলো মেনে নিয়ে নেগোসিয়েশনের চেষ্টা করা হয়।

এর আগে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাতদল প্রবেশ করে। তারা ভেতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে জিম্মি করে রাখে। খবর পেয়ে র‌্যাব-পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ব্যাংক কার্যালয়টি ঘিরে রাখেন। তারা মাইকে ডাকাতদলকে আত্মসমর্পণ করে ভেতর থেকে বেরিয়ে আসার জন্য বলেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ জানান, বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত ডাকাতদলের সদস্য ব্যাংক কার্যালয়ের ভেতরে অবস্থান করছিল। বাইরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিল।

জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ সাংবাদিকদের বলেন, ‘ডাকাতদলের সদস্যদের হাতে অস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছিল। নিরাপত্তার কথা চিন্তা করে অভিযানে না গিয়ে প্রথমে তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চালানো হয়। পরে তারা আত্মসমর্পণ করে।

 

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

4 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

10 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

10 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

10 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

10 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

13 hours ago

This website uses cookies.