সদরপুর সংবাদদাতা
ফরিদপুরের সদরপুরে শহীদ আব্দুল কাদের মোল্লার জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুরের সদরপুর উপজেলা হাসপাতাল মোড় বালুর মাঠে শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শহীদ আব্দুল কাদের মোল্লা তনয় ও স্মৃতি সংসদের সদস্য সচিব হাসান মওদুদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, শহীদ আব্দুল কাদের মোল্লা একাধারে সাংবাদিক, সাহিত্যিক ও প্রতিভাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার বিরুদ্ধে অন্যায়ভাবে মীরপুরের কসাই কাদের আখ্যা দিয়ে বিচারিক হত্যাকান্ড ঘটানো হয়েছে। বাংলাদেশের চারটি বাজেটের সমপরিমাণ টাকা লুট করেছে হাসিনা ও তার দোসররা। তিনি বলেন, উন্নয়ন গণতন্ত্রের নামে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কয়েকগুণ বেশি লুটতরাজ হয়েছে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।
এসময় আলোচনায় অংশ নেন আব্দুল কাদের মোল্লার ছোটভাই ভাষানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনদ্দিন মোল্লা, ফরিদপুর জেলা আমীর মাওলানা বদর উদ্দিন, কেন্দ্রীয় শুরার সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, কেন্দ্রীয় শুরা সদস্য সামসুল ইসলামসহ বিভিন্ন উপজেলার আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ আব্দুল কাদের মোল্লার বর্ণময় জীবনের স্মৃতিচারণ করেন। প্রহসনের বিচারের সময় সাক্ষী ও পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবকে কীভাবে নির্যাতন করা হয়েছে সে তথ্য তুলে ধরেন।
আলোচনা সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শহীদ আব্দুল কাদের মোল্লার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.