ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু

ওয়াহিদুজ জামান, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পেঁয়াজের বীজের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত সরোয়ার মুন্সি (৫০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ১২টার সময় বাড়িতে হলে অসুস্থ্য হলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে লুঠপাট করে প্রতিপক্ষের লোকজন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মালিগ্রাম হাট সংলগ্ন হিরালদী সংলগ্ন রেল লাইনের উপর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ১৫ জন লোক আহত হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হিরালদী গ্রামের বতু ও আবু সাঈদের কাছে সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে আওলাদ মাতুব্বরের পেঁয়াজ বীজ বিক্রির টাকা পাওনা ছিল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে আওলাদের টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু সাঈদের সঙ্গে কথাকাটাকাটির ও হাতাহাতির হয়েছে। সেই ঘটনার জের ধরে সকালে ২ গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। গুরুতর আহত আওলাদ মাতুব্বর, সরোয়ার মুন্সি, সাজ্জাদ হাওলাদার, আইয়ুব শেখ, সোহেল মাতুব্বর, মনির, হান্নান, শাকিল, জনি মিয়া, শহিদুল হাওলাদারকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আওলাদ মাতুব্বর জানান, বতু ও আবু সাঈদের কাছে সাড়ে চার লাখ টাকা পাই। পাওনা টাকা চাইলে বুধবার সন্ধ্যায় মালিগ্রাম বাজারে আমাকে একা পেয়ে ওরা আমাকে মারধর করে। বৃহস্পতিবার সকালে এলাকার মাতাব্বররা বিষয়টি জানতে চাইলে তাদেরও মারধর করে তাড়িয়ে দেয়। আমার কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বতু ও আবু সাঈদরা। এ ব্যাপারে আবু সাঈদ জানান, আওলাদ মাতুব্বর মাত্র ২৫ হাজার টাকা পাবে। এ নিয়ে বুধবার আমাদের মারধর করে। পরে বৃহস্পতিবার সকালে তারা আবার সংঘবদ্ধ হয়ে আমাদের গ্রামে এসে মারধর করে চলে যায়। এবিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকসেদুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় পুর্বে একটি মামলা হয়েছে । এছাড়াও আহত ব্যাক্তির মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা জন্য আগের মামলার সাথে সংযুক্ত করা হবে।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

1 hour ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

10 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

16 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

16 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

16 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

16 hours ago

This website uses cookies.