রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ। ফাইল ছবি
কুড়িগ্রাম সংবাদদাতা
উলিপুরে একটি রাস্তা সংস্কারের অভাবে শত শত পথচারীরা বিভিন্ন যানবাহন নিয়ে দুর্ভোগের শিকার হচ্ছে।
বুধবার ১১ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে একটি রাস্তা গত বন্যা ও বৃষ্টিতে ভেঙ্গে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে।
এতে বিভিন্ন যানবাহন নিয়ে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় মোল্লাহাট কুড়িগ্রাম জেলা শহর ও উলিপুর উপজেলা শহর যোগাযোগ ব্যবস্থা নানাবিধ সমস্যায় পড়ছে এলাকাবাসী।
পার্শ্ববর্তী দুই তিনটি ইউনিয়নের শত শত মানুষের একমাত্র যাতায়াতের যোগাযোগ ও জেলা শহরে জায়গার যোগাযোগের একমাত্র চলাচলের রাস্তাটির মাঝে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে । প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। স্থানীয় নুর ইসলাম ,
মনসুর আলী নুরল হক, শামসুল হক, সোহরাব আলী, জহুর আলী জানান, এবারে বন্যায় ও ঘন ঘন বৃষ্টিতে ফলাফলের রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় মানুষের দুর্ভোগ হয়েছে। ইউপি চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে স্থানীয়ভাবে মেরামত করার চেষ্টা করব।
বেশ কিছুদিন থেকে সংস্কারের অভাবে বিভিন্ন পেশা জীবী লোকজন ও যানবাহন নিয়ে ঝঁকিপূর্ণ ভাবে চলাচল করছে। এব্যাপারে বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া জানান, রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় লোকজনে চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এই মুহূর্তে রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ না থাকায় স্থানীয়ভাবে সহযোগিতা করে জরুরি ভাবে প্রয়োজনীয়ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.