Categories: শিক্ষা

ইবি কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলের এক কর্মকর্তার বিরুদ্ধে ওই হলে এক আয়া ও তার মেয়েকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১৯ ডিসেম্বর বিচার চেয়ে হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক শেখ হাসিনা হলের সহকারী রেজিস্ট্রার।ভুক্তভোগী রোজিনা খাতুন অভিযুক্তের অফিসে দৈনিক মজুরির ভিত্তিতে আয়ার কাজ করেন।

ভুক্তভোগী লিখিত অভিযোগে বলেন, স্বামীর মৃত্যুর পর রোজিনা খাতুন ২০১৪ সাল থেকে দুই মেয়েকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে কাজ করছেন। এরপর থেকে বিভিন্ন সময়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক তাকে কুপ্রস্তাবসহ তার মেয়েদের সঙ্গে অবৈধ মেলামেশার জন্য বাড়িতে যাওয়ার প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ভুক্তভোগীকে কাজ থেকে বের করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন।

এছাড়াও বিভিন্ন সময় স্টাফদের কথায় কথায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিতেন তিনি। ২০২১ সালে হলে রোজিনার ছোট মেয়েকে একা পেয়ে অভিযুক্ত রাজ্জাক তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন রোজিনা। তবে লোকলজ্জার ভয়ে এবং অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ না করে বিষয়টি গোপন রাখেন রোজিনা। সর্বশেষ গত ১১ ডিসেম্বর দুপুরে হলে কাজ করার সময় সুযোগ পেয়ে তাকে অবৈধ মেলামেশা করার জন্য কুপ্রস্তাব দেয় রাজ্জাক। এসময় ভুক্তভোগী রোজিনা কৌশলে তার কবল থেকে বেরিয়ে বিষয়টি তার আস্থাভাজন ছাত্রীদের জানান তিনি।

ভুক্তভোগী রোজিনা খাতুন বলেন, হলে কাজ করার সময় থেকেই সে আমাকে ও আমার মেয়েদের দিয়ে তার অবৈধ যৌনলালসা পূরণের চেষ্টা করে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সব সময় আমার সঙ্গে দুর্ব্যবহার করতেন। একপর্যায়ে আমার মেয়ের প্রতিও তার কুনজর পড়লে আমার মেয়ে ভয়ে তার সামনে যেতো না। আমি আমাদের মেয়েদেরকে নিয়ে অস্বস্তিকর অবস্থায় দিনাতিপাত করছি। আমি তার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ। আমি একসময় জাসদ ছাত্রলীগ করতাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে কেউ এটা করে থাকতে পারে।

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বলেন, আমি গতকাল লাস্ট আওয়ারে অভিযোগটা পেয়েছি৷ এজন্য বিষয়টি নিয়ে কোনো কাজ করার সুযোগ পাইনি৷ আমরা হল বডি বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিব। প্রয়োজনে তদন্ত কমিটি করা হবে।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ

অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…

51 minutes ago

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

3 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

3 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

4 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

4 hours ago

সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক

ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…

4 hours ago

This website uses cookies.