নিজস্ব সংবাদদাতা
সংবাদ প্রকাশের জেরে আমাদের কণ্ঠ’র নির্বাহী সম্পাদককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করে প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্সের দুর্নীতি সংবাদ প্রকাশ করায় মোবাইল ফোনে আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদকে প্রাণনাশের হুমকি ও গালাগালি করেন যা সরকারি কর্মচারী হিসেবে এরকম আচারণ করতে পারে না । সাংবাদিকরা দুর্নীতির সংবাদ প্রকাশ করবেই হুমকি-ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। আজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। হুমকিদাতা মাফরুল সাদিক প্রিন্সকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, যখন জাতীয় পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশ হয় আমি একজন সাংবাদিক ও সচেতন নাগরিক হিসেবে বলতে চাই প্রশাসনের বিভিন্ন মহল দপ্তর রয়েছে যেখানে দুদকের মত দপ্তর রয়েছে তারা এখন পর্যন্ত কোনো রমকমের ব্যবস্থা নিতে পারেনি ডেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্সের বিরুদ্ধে। যতদ্রুত সম্ভব এই দুর্নীতিবাজকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানাই। তা নাহলে তাদের মত অসাধু কর্মকর্তারা দুর্নীতির সুযোগ পাবে । বিগত সরকারে সময়ে দেখেছি অসাধু কর্মকর্তারা বিভিন্ন সরকারি দপ্তরের টাকা লুট করে খেয়েছে। তারা এখনো গোপনে কাজ করে যাচ্ছে। দুস্কৃতিকারীরা থেমে নেই আমাদের মুখ বন্ধ করার জন্য নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে ।স্বাধীন মতপ্রকাশে আমাদের বাঁধা দিচ্ছে ।সরকারের কাছে দাবি এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
সাংবাদিক জহির আলম সিকদার বলেন, দুর্নীতিবাজ ডেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদকের সাথে যে উদ্ধত আচরণ করেছে গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়েছে এটা তার স্বেচ্ছাচারিতা। আমরা তার উদ্ধত আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই শাস্তির দাবি জানাই। অন্যথায় আমরা মানববন্ধনসহ ভবিষ্যতে আরো কর্মসূচি পালন করবো।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর আমাদের কন্ঠ পত্রিকায় “দুর্নীতিতে মোড়ানো ডেসকো’র প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স” শিরোনামে একটি সংবাদ করা হয়। প্রকাশিত সংবাদের জেরে ওইদিন রাতেই মোবাইল ফোনে নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…
This website uses cookies.