Categories: রাজনীতি

ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি আওয়ামী লীগ নেতা!

মেহেদী হাসান, ভাঙ্গুড়া

পাবনার ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংক পিএলসি এর উপশাখা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের  প্রভাবশালী নেতা আলহাজ্ব ফজলুর রহমান। তিনি ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি মকবুল হোসেনের ঘনিষ্ঠজন। একজন আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে,আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ভাঙ্গুড়া পৌর শহরের পুরাতন থানার সামনে হাজী শহিদুল ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক পিএলসি-এর ২৬২ তম উপশাখা উদ্বোধন করা হয়।

ব্যাংকের রাজশাহী জোন প্রধান মো. শফিউল আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই উপশাখার উদ্বোধন করেন।

এ সময় চাটমোহর ব্রাঞ্চ ম্যানেজার আবুল কালাম সিদ্দিকী,উপশাখা ইনচার্জ আজিজুল হক,প্রিন্সিপাল অফিসার বাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফজলুর রহমানকে। অনুষ্ঠানে তিনি বক্তব্যও রাখেন। এতে উপস্থিত জামায়াত নেতৃবৃন্দসহ অতিথিরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। তিনি ছাড়াও ওই অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আজগরকেও বিশেষ অতিথি রাখা হয়। তবে মজলুম এই জামায়াত নেতার নাম রাখা হয় আওয়ামী লীগ নেতা ফজলুর রহমানের নামের নিচে। অনুষ্ঠানে তাকে জামায়াত নেতা হিসেবে পরিচয় না দিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ বলা হয়। আর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মাওলানা মহির উদ্দিনকে অনুষ্ঠানে বিশেষ অতিথিও রাখা হয়নি। তাকে বিশিষ্ট ব্যবসায়ী পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপশাখা ইনচার্জ আজিজুল হক বলেন, আমি এলাকায় নতুন। উনি যে আওয়ামী লীগের নেতা তা আমার জানা ছিলনা। সম্ভাবত তাকে বণিক সমিতির সভাপতি হিসেবে অতিথি করা হয়েছে। তাছাড়া সবকিছুই চাটমোহর শাখার ম্যানেজার স্যারের নির্দেশে করা হয়েছে।

চাটমোহর শাখা ম্যানেজার মো. আবুল কালাম সিদ্দিকী বলেন, জোনাল স্যারের নির্দেশনা অনুযায়ী অতিথিদের আমন্ত্রণ ও অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে। ওই আওয়ামী লীগ নেতাকে বণিক সমিতির সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দকে অন্যভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদের কাছে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা.মাওলানা মহির উদ্দিন বলেন, অনুষ্ঠানে গিয়ে দেখি আওয়ামী লীগের লোকজন বসে আছেন। এমন পরিস্থিতিতে আমরা সেখানে সংক্ষিপ্ত কথা সেরেই চলে এসেছি। তাছাডা অনুষ্ঠানে আমাদেরকে জামায়াত নেতৃবৃন্দ হিসেবে পরিচয়ও করিয়ে দেওয়া হয়নি । এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

বাংলাদেশ খেলাফত মজলিস’র ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…

60 minutes ago

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

3 hours ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

11 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

17 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

17 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

18 hours ago

This website uses cookies.