Categories: বিনোদন

বিতর্কিত ভাবনাকে নিয়েই কাজ করবেন নির্মাতা

বিনোদন ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার সমর্থনে গোপন হোয়াপসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন আশনা হাবিব ভাবনা। শেখ হাসিনার পতনের পর তা ফাঁস হলে তোপের মুখে পড়েন তিনি। যদিও এর আগে শহীদ আবু সাইদের ছবি এঁকে সাধু সাজার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী।

এমন বিতর্কিত ভূমিকার জন্য বয়কটের মুখে পড়েছেন ভাবনা। এখন তার হাতে আছে ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের একটি সিনেমা। এর পরিচালক হিমু আকরাম এখনই অভিনেত্রীর বিষয়ে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন। কথা বলে জানা গেল, এসব নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তাকে নিয়েই কাজ করতে চান।

আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

বিতর্কিত অভিনয়শিল্পীকে নেয়ায় ছবিটির ওপর নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন হিমু। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি হলে মুক্তির পর নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমে যাবে। সুতরাং কয়টা হল পাব, তার ওপর আমি নির্ভরশীল না। আমার লক্ষ্য শুধু বাংলাদেশ না। গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শক। যাদের সংখ্যা ৪০ কোটির মতো। এছাড়া যারা নেটফ্লিক্স কিংবা অ্যামাজনের দর্শক হলে গিয়ে সিনেমা দেখেন না। তাই শুধু ভাবনা নন, আরও বিতর্কিত কেউ যদি সিনেমাটিতে থাকলেও সমস্যা হবে না।’

শরীফুল রাজ ও আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

তবে আনুষ্ঠানিকভাবে পরিচালক-অভিনয়শিল্পীদের সংগঠনগুলো যদি ভাবনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে তাকে নিয়ে কাজ করবেন না বলে জানান তিনি। হিমু বলেন, ‘আমাদের দেশে শিল্পীদের বিভিন্ন সংগঠন আছে। ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টর ইক্যুইটি প্রভৃতি। সংগঠনগুলো যদি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় যে, এই শিল্পীদের নিয়ে কাজ করা যাবে না তাহলে মানতে হবে। আমার কিছু করার থাকবে না। তবে একজন ভদ্রলোক হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ওই জায়গা থেকে ভাবনা কেন আরও বিতর্কিত কেউ হলেও কাজ করব।’

নির্মাতা হিমু আকরাম ও টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

কবে শুরু হচ্ছে ‘আলতাবানু জোছনা দেখেনি’র দৃশ্যধারণ- এমন প্রশ্নের জবাবে হিমু বলেন, ‘সিনেমার শুটিং শুরু করার কথা ছিল ১০ সেপ্টেম্বর থেকে। কিন্তু স্থগিত হয়েছে। কেননা আমাদের কাজ করার কথা ছিল সৈয়দপুর ও সুন্দরবনে। ওই দুটি লোকেশনে এখনও অনুমতি মেলেনি।

তাছাড়া মনে হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশে কাজ করতে স্বস্তিকাকে ভারত সরকার অনুমতি দেবে না। যেহেতু পরিস্থিতি উত্তপ্ত। সে কারণে অক্টোবরের শেষের দিকে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি অনুমতি ও স্বস্তিকার শিডিউল মিলে তাহলে শুরু করব ভাবছি।’

‘আলতাবানু জোছনা দেখেনি’র গল্প এগিয়ে যাবে আলতাবানুকে ঘিরে। চরিত্রটিতে রূপ দেবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার বিপরীতে অভিনয় করবেন শরিফুল রাজ। এছাড়াও রয়েছে জুলেখা ও কিরণ নামের গুরুত্বপূর্ণ দুটি চরিত্র। ভাবনার জুলেখা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা। তবে কিরণ চরিত্রের জন্য এখনও কাউকে নির্বাচন করেননি বলে জানান নির্মাতা। এতে আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

প্রলয় ডেস্ক

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

33 minutes ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

43 minutes ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

45 minutes ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

47 minutes ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

51 minutes ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

54 minutes ago

This website uses cookies.