Categories: শিক্ষা

প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

নাজিম হাসান, রাজশাহী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এসময় তারা পাঁচ দফা দাবি জানান।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তারা নগরীর তালাইমারী মোড়ে অবরোধ করে রাখেন। এর আগে গত ১৬ ডিসেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুয়েটের কয়েকজন শিক্ষার্থীকে ভদ্রা হজর মোড় এলাকায় মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে নগরীর চন্দ্রিমা থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের একদিন পরে তারা আদালত থেকে জামিন পান। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে এই মুহূর্তে গ্রেপ্তার করে দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া আটক আসামিদের রিমান্ডের বদলে জামিন ও অন্যান্য আসামিদের ধরতে না পারার বিষয়ে সুস্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজশাহীর আবাসিক এলাকাগুলো অস্ত্র, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে। অস্ট্রয় মোড়, মোন্নাফের মোড়-সহ রুয়েট এর আশপাশে এ সমস্যার প্রকোপ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রুয়েট ও এর আশেপাশের এলাকাগুলো চুরি, ছিনতাই মুক্ত করতে হবে। দোষীদের বিচার এবং হারানো মালামাল জব্দের ব্যবস্থা করতে হবে।

নিরাপত্তার স্বার্থে রুয়েট এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল নিশ্চিত করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে তালাইমারীতে পুলিশ বক্স-এর ব্যবস্থা করতে হবে। রুয়েট শিক্ষার্থী শাহিবা জুননুরাইন সেবা জানান, গত ১৬ ডিসেম্বর ঘটে যাওয়া গর্হিত ঘটনার প্রক্ষিতে দোষীদের বিচারের দাবিতে এবং রুয়েট ক্যাম্পাস ও এর আশেপাশে স্থানীয় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সোনালি বলেন, গ্রেপ্তারের একদিন পর আসামি দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ যতক্ষণ দৃশ্যমান কার্যক্রম না দেখাতে পারবে, ততক্ষণ এই আন্দোলন চলবে। বাকি আসামিদের আজই গ্রেপ্তার করতে হবে। এবিষয়ে,মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঘটনার পর আমরা মামলা থানায় নিয়েছি। এবং দুজন আসামিকে গ্রেপ্তারও করা হয়। পরে এজাহারভুক্ত আসামিরা আদালত থেকে জামিন নেন।

 

 

প্রলয় ডেস্ক

Recent Posts

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল…

20 seconds ago

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ

অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…

2 hours ago

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

4 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

4 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

5 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

5 hours ago

This website uses cookies.