আলি হায়দার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরব পঞ্চবটী এলাকায় নিখোঁজের ৬ ঘন্টাপর পাশের বাসার ভাড়াটিয়ার ওয়্যারড্রোবের ড্রয়ার থেকে তিন বছরের শিশু সাহালের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ভৈরব উপজেলার পঞ্চবটী নতুন রাস্তা এলাকায়।
জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় সাহালকে সাহেলের মা দুধ খাত্তয়ানোর জন্য খোঁজাখুঁজি করলে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও সাহালের কোন খোঁজ না পেয়ে রাতে ভৈরব থানায় সাধারণ ডাইরি করেন সাহেলের মা মোমেনা বেগম। পরে সকালে পুলিশ এসে ভাড়াটিয়া হাসানের রুম তালাবদ্ধ ও মোবাইল ফোন বন্ধ পেয়ে সন্দেহ করে। এসময় পুলিশ রুমে তালা ভাঙে রুমে প্রবেশ করলে ওয়্যারড্রোবের নিচে সাহালের জুতা দেখতে পায়। পরে ওয়্যারড্রোবের ড্রয়ার থেকে কাপড়ে মোড়ানো সাহালের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ভাড়াটিয়া হাসান পলাতক ছিলো। পরে এলাকাবাসীর সহায়তায় একই এলাকার অন্য একটি বাসা থেকে হাসানকে আটক করে পুলিশ।
নিহত সাহাল ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের প্রবাসী সানা উল্লাহর ছেলে। সানা উল্লাহ কাতার প্রবাসী। অন্যদিকে অভিযুক্ত হাসান ৬ বছর ধরে এ বাসায় ভাড়া থাকতেন। সে পেশায় একজন সিএনজি চালক। হাসান (৩৫) পার্শ্ববর্তী আশুগঞ্জ উপজেলার বড়ইতলা গ্রামের এরশাদ আলীর ছেলে। তারা উভয়ে ভৈরব পঞ্চবটী এলাকার দ্বীন মোহাম্মদের বাসায় পাশাপাশি রুমে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান শিশু সাহালকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। প্রাথমিক ভাবে পরকিয়ার জেরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে বলে ধরাণা করা হচ্ছে। তবে নিহতের স্বজনদের দাবি সাহেলের মা অভিযুক্ত হাছানের বিয়ের প্রস্তাব না মানায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত হাসান দুই বছর যাবত মোমেনার সাথে তার সম্পর্ক রয়েছে দাবি করেন, তবে কীভাবে বা কেনো শিশুটিকে সে হত্যা করেছে এ বিষয়ে কিছুই বলতে রাজি হয়নি ৷
সম্পর্কের কথা অস্বীকার করে শিশু সাহালের মা মোমেনা বেগম বলেন, হাসান আমার একমাত্র সম্বল আমার শিশু ছেলেকে মেরে ফেলেছে। আমি হাসানের ফাঁসি চাই। আমি আমার স্বামীকে ভালোবাসি আমার সাথে হাসানের কোন সম্পর্ক ছিল না।
নিহত শিশুটির ফুফু সোমা বলেন, মোমেনার কোনো সমস্যা আছে কিনা আমরা জানি না। আল্লাহ বলতে পারবে আর মোমেনা বলতে পারবে, আমরাতো একসাথে থাকি না । কিন্তু আমরা আসামির বিচার চাই। ফাঁসি চাই।
নিহতের খালা বেগম বলেন, হাসান আমাদের মোমেনাকে বাচ্চাসহ বিয়ের প্রস্তাব দিয়েছিলো। তখন মোমেনা হাছানকে বলে তোকে বিয়ে করতে হবে কেনো, আমার জামাই কি তোর চেয়ে কম। তোর চেয়ে আরও ডাবল। আমি তোর কাছে বিয়া বসবো কেন, আমার ছেল আছে, জামাই আছে। পরে মোমেনা হাছানকে জুতা দেখিয়েছিলো। এসময় হাসান মোমেনাকে বলেছিল কেমনে থাকিস, কেমনে বাস করিস, এইটা আমার দেখার আছে। ওই হাসানই সাহালকে মেরে ফেলছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহিন মিয়া বলেন, রাত ১১ টার পর সাধারণ ডাইরির সূত্র ধরে সঙ্গী ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বাড়ীর আশপাশে কোন ডুবা না থাকায় এবং পাশের বাসার ভাড়াটিয়া হাসানের রুম তালাবদ্ধ এবং তার ফোন বন্ধ থাকায় প্রথমেই সন্দেহ করি। পরে রুমের তালা ভেঙ্গে আমরা তার ওয়্যারড্রোবের ড্রয়ার থেকে কাপড়ে মোড়ানো শিশু সাহালের লাশ উদ্ধার করি। এ ঘটনায় অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে এবং শিশু সাহালের মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু সাহালের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.