স্পোর্টস ডেস্ক
সোমবার সেভিয়ার হয়ে ফুটবলীয় ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন জেসুস নাভাস। স্প্যানিশ এই ফুটবল লিজেন্ড আগেই ক্যারিয়ার শেষের কথা জানিয়েছিলেন। কাল দর্শকে ঠাসা র্যামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে গান গেয়ে, চিৎকার করে ও আরো বেশ কিছু আয়োজনের মধ্য দিয়ে প্রিয় তারকাকে বিদায় জানিয়েছে সেভিয়া। বিদায়বেলায় নাভাসকে বেশ আবেগি হতে দেখা গেছে।
৩৯ বছর বয়সী এই উইঙ্গারকে সেভিয়া ও স্প্যানিশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে বর্ণাঢ্য খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ৩১ ডিসেম্বর তার সাথে সেভিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আনুষ্ঠানিক ভাবে বিদায় নিলেন। সাম্প্রতিক সময়ে কোমরের ইনজুরির কারনে বেশ কিছু ম্যাচে অনুপস্থিতও ছিলেন।
প্রায় ৪৫ হাজার সমর্থকের উপস্থিতিতে কান্নাজড়িত কন্ঠে নাভাস বলেছেন, ‘সেভিয়া ও স্প্যানিশ ভক্তদের আনন্দ দেবার জন্য আমি বেঁচে আছি। যদি কোমরের ইনজুরিতে না পড়তাম তবে নিশ্চিত খেলা চালিয়ে যেতাম। এ কারনেই মৌসুমের মাঝামাঝিতে এসে বিদায় বলাটা সত্যিই কঠিন ছিল।
বেশ কয়েক বছর যাবত কোমরের সমস্যায় ভুগছি। কিন্তু গত কয়েক সপ্তাহ বিষয়টি সহ্যের বাইরে চলে গেছে।’
সেভিয়ার যুব একাডেমি থেকে উঠে আসা নাভাস ১৮ মৌসুমের বেশী সময় ধরে ক্লাব ফুটবলে প্রায় ৭০৫টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০১৩-১৭ সাল পর্যন্ত চার বছর কাটিয়েছেন ম্যান সিটিতে, খেলেছেন ১৮৩ ম্যাচ।
ম্যাচ শেষে তাকে ৭০৫ নম্বর লেখা একটি জার্সি উপহার দেয়া হয়। এ সময় তার সাথে বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে উপস্থিত ছিল।
নাভাসের নামের পাশে রয়েছে ১৫টি ট্রফি। এর মধ্যে স্পেনের জাতীয় দলের জার্সিতে রয়েছে চারটি- ২০১০ বিশ্বকাপ, ২০১২ ও ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশীপ এবং ২০২৩ উয়েফ নেশন্স লিগ। বাকি আটটি এসেছে সেভিয়ার জার্সিতে।
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…
This website uses cookies.