Categories: সারাদেশ

ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার ঘটনার তিন দিন পার হলেও মূল হোতাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের কোর্ট চত্বরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ঘটনার রাতে হামলাকারী দুজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। তিন দিন পার হলেও অন্যদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত মূলহোতাদের গ্রেফতার করা না হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বজলুর রশীদ, কার্যকরী সভাপতি আনিসুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিবুল হাসান সুজন, জেলা আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা প্রমুখ।

গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় শহরের মডেল মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের ওপর হামলা চালায় ৪/৫ ব্যক্তি। বিষয়টি দেখতে পেয়ে রেজাউল করিম সজল নামে এক ব্যক্তি ঠেকানোর চেষ্টা করলে ধারালো অস্ত্র রামদার আঘাতে আহত হয়। এরপরই মরিচের গুড়া ছিটিয়ে দৌড়ে পালানোর সময় শহরের রঘুনন্দনপুরের সাত্তার শেখের ছেলে রিপন শেখ ও রথখোলা এলাকার রাশেদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় গত ৩০ জানুয়ারি রাতেই বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকী বাদী হয়ে ৮ জনের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…

26 minutes ago

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…

2 hours ago

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…

2 hours ago

ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ

আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…

2 hours ago

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…

2 hours ago

ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…

2 hours ago

This website uses cookies.