ওয়াহিদুজ জামান, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা দাখিল মাদ্রাসা থেকে চুরি হওয়া ৫টি ল্যাপটপ, একটি এলইডি টিভি উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর এলাকার পূর্বহাসামদিয়া ও আতাদী গ্রামের চোরের বাড়ি থেকে মালামাল উদ্ধার করা হয়।
আটককৃত চোরেরা হলো, পৌর এলাকার পূর্ব হাসামদিয়া গ্রামের আব্দুল হাই মাতুব্বর এর পুত্র মোঃ আনোয়ার মাতুব্বর (৩৫) ও আতাদী গ্রামের বাদল মোল্লার পুত্র মোঃ ওবায়দুর মোল্লা(২০)। শুক্রবার দুপুরে দুই চোরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চুরির ঘটনার বিষয় চৌকিঘাটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন, গত (৩ সেপ্টেম্বর ২৪) তারিখ দিবাগত রাতে একদল চোর মাদ্রাসার অফিস রুমের তালা ভেঙে ১৫ টি ল্যাপটপ, একটি কম্পিউটার, মনিটর, এলইডি টিভি, সিসি ক্যামেরার হার্ডডিস্ক সহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। এরপর উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মামলা করি। পুলিশের তৎপরতায় অবশেষে শুক্রবার (৩ জানুয়ারি) পাচটি ল্যাপটপ ও একটা এলইডি টিভি উদ্ধার করে পুলিশ। এর আগেও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। চুরির ঘটনায় ভাঙ্গা থানা মামলা একটি চুরির মামলা দায়ের করি। মামলা নম্বর -১৪।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান দৈনিক প্রলয় এর প্রতিবেদককে বলেন, ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা দাখিল মাদ্রাসা থেকে একদল চোর দরজা ভেঙ্গে সিসি ক্যামেরা নষ্ট করে ১৫ টি ল্যাপটপ, একটি এলইডি টিভি সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ ঘটনা একটি মামলা হলে পুলিশের তদন্তে পশ্চিম হাসামদিয়া গ্রাম থেকে সাকিব মিয়া নামের এক চোরকে গ্রেফতার করি এবং তার নিকট থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ উদ্ধার করি। তার দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্বহাসামদিয়া ও অতাদী গ্রাম থেকে দুই চোরকে আটক করি এবং তাদের বাড়ি থেকে চুরি হওয়া পাচটি ল্যাপটপ, একটি এলইডি মনিটর উদ্ধার করি। এঘটনার সাথে আরো জড়িত চোরদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বালিয়াচরা গ্রাম থেকে ৭০ পিস ইয়াবার ট্যাবলেট সহ বাইজিদ হোসেন বিপ্লব নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করি। এবং ছয় মাসের সাজাপ্রাপ্ত মাদক সম্রাজ্ঞী হাসিনা বেগম (৪০) নামের একজনকে চুমুরদী গ্রাম থেকে আটক করি। শুক্রবার দুপুরে চারজনকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
This website uses cookies.