Categories: সারাদেশ

আমতলীতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আমতলী সংবাদদাতা
বরগুনার আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির আঠারো গাছিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ ফারুক মৃধা। ৪ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
গত ৩ জানুয়ারি কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে ‘দখল নিতে দোকানে তালা বিএনপি নেতার ‘ শীর্ষক শিরোনামসহ বিভিন্ন শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। ঘটনার সাথে বাস্তবতার কোন মিল নাই। কতিপয় স্বার্থন্বেষী মহল স্বীয় স্বার্থ হাসিলের জন্য বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকদের সরবারাহ করায় এইরূপ অসত্য সংবাদ ছাপা হয়েছে।
লিখিত বক্তব্যে আঠারোাছিয়া ইউনিয়ন বিএনপির  আহ্বায়ক মোঃ ফারুক মৃধা বলেন, গত সোমবার ৩০ নভেম্বর রাত আনুমানিক পৌনে বারোটার সময় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন আমাকে মুঠোফোনে জানান যে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সম্মুখের দোকান ঘর নিয়ে ভাড়াটিয়া দুই পক্ষের মধ্যে ঝামেলা চলিতেছে এবং তিনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে আমাকে বিষয়টি দেখতে বলেন। পরক্ষনে আমি ওখানে মুঠোফোনে কাউকে না পেয়ে চেয়ারম্যানকে কে জানাই, পরে তার পরামর্শক্রমে আমাদের ইউনিয়ন যুবদল নেতা সহ দুজনকে পাঠাই এবং তারা ঘটনাস্থলে গিয়া জানতে পারে এক দোকান ভাড়াটিয়া ওই গভীর রাতে মালামাল ছড়াইয়া নিয়েছে এবং অন্য ভাড়াটিয়া খালি দোকানে উঠবে এ নিয়ে দ্বন্দ। বিষয়টি মীমাংসা করে বাজারের পাহারাদারদের উপস্থিতিতে খালি দোকান ঘরে তালাবদ্ধ করে চেয়ারম্যানের নির্দেশক্রমে অফিসের কেয়ারটেকার মোঃ হারুন এর কাছে উক্ত তালার চাবি জমা রাখিয়া চলিয়া আসে। পরবর্তীতে আমি জানতে পাই অত্র ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার আব্দুল বাতেন দেওয়ান ও লিওন তালুকদার নেতৃত্বে মেম্বাররা উক্ত দোকানে  আরোও তালা মারে মোঃ হারুন এর কাছ থেকে রাতের বেলায় জমাকৃত চাবি নিয়ে নেয়। আমি আরো জানিতে পারি বর্তমানে উত্তর দোকানের ভাড়াটিয়া তালা খুলিয়া দোকানে মালামাল নিয়ে উঠিয়াছে।আমার নামে  প্রকাশিত এ-সংক্রান্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে সাংবাদিকদের তুলে ধরার অনুরোধ করছি।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন বলেন, বিএনপি নেতা ফারুক মৃধার নামে মিথ্যা ও ভিওিহীন সংবাদ প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পৌর বিএনপির আহ্বায়ক মোঃ কবির ফকির বলেন, ঘটনা তদন্তে ফারুক মৃধার কোন সংশ্লিষ্টতা নেই তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিওিহীন।
আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মো রফিকুল ইসলাম রিপন বলেন, ঘটনার সাথে ফারুক মৃধার কোন সম্পৃক্ততা নেই। বিষয়টি মীমাংসা করে  দোকান খুলে দেয়া হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডাঃ মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ  ফিরোজ মৃধা, ইউনিয়ন ছাএদলের সভাপতি উজ্জল তালুকদার প্রমুখ।
প্রলয় ডেস্ক

Recent Posts

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…

16 minutes ago

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…

20 minutes ago

ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ

আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…

22 minutes ago

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…

24 minutes ago

ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…

26 minutes ago

মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…

32 minutes ago

This website uses cookies.