উলিপুরে চলছে জমির ‘টপসয়েল’ কাটার মহোৎসব : যেন দেখার কেউ নেই !

নুর মোহাম্মদ রোকন, ভ্রম্যমান সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুরে নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন ফসলি জমির উপরের গুরুত্বপূর্ণ উর্বর অংশ (টপ সয়েল) কাটার মহোৎসব চলছে। যেন দেখার কেউ নেই।  এসব জমির টপ সয়েল কেটে নির্বিঘ্নে ট্রাকযোগে নেওয়া হচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটায়। ইটভাটার মালিকরা টাকার লোভ দেখিয়ে কৃষকদের কাছ থেকে কিনে নেয় কৃষি জমির মাটি। ফলে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। ফসল উৎপাদন কমে যাচ্ছে। এতে ৩-৪ বছর এ জমিতে কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় আশঙ্কা বেড়ে যাচ্ছে। এবং অতিরিক্ত ট্রাক চলাচলেও নষ্ট হচ্ছে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট।

প্রতি বছর উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন মাঠের কৃষি জমির উর্বর অংশ (টপ সয়েল) বিক্রি শুরু হয়। সরেজমিন উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত এম আর বি ব্রিকস, এম এন বি ব্রিকস, এম এস বি ব্রিকস সহ বেশ কয়েকটি ইট ভাটায় গেলে ট্রাকযোগে বিভিন্ন ফসলি জমির মাঠ থেকে টপ সয়েল এনে ইট ভাটায় মজুদ করে রাখতে দেখা যায়। এম আর বি ব্রিকস ইটভাটার মালিক ফাহিম মিদুল বলেন, জমির টপ সয়েল কেটে আনার কোন নিয়ম নাই। সবাই আনতেছে আমিও আনতেছি। আপনার আরো কিছু জানার থাকলে এসিল্যান্ড স্যারের কাছে জেনে নেন ওনিই সব বলতে পারবেন। এম এন বি ব্রিকস ইটভাটার ম্যানেজার আলক কুমার বলেন, আইন অনুযায়ী কোন ইটভাটায় চলতে পারবে না। বৈধ অবৈধ সব মিলেই চলা লাগবে। পরিবেশের ক্ষতি হলেও মানুষের তো উপকার হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশারফ হোসেন বলেন, জমির উপরিভাগের উর্বর টপসয়েল একবার নষ্ট করলে সেই টপসয়েল তৈরি হতে কমপক্ষে ১০০ বছর সময় লাগে। টপসয়েল কেটে নেয়াতে জমি তার উর্বরতা হারিয়ে ফেলে ফলে ফসল উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে। এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, উলিপুরে যে ইটভাটা গুলো আছে অধিকাংশ ইটভাটারই পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। ছাড়পত্র থাকলেও ফসলি জমির টপসয়েল কেটে আনার কোন নিয়ম নেই। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সাথে কথা বলে এসব বন্ধে অভিযান পরিচালনা করা হবে।

ভারপ্রাপ্ত উলিপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহামুদুর রহমান বলেন,জমির টপ সয়েল কেটে ইট ভাটায় নিয়ে যাওয়া সম্পূর্ণ অবৈধ। পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে খুব শীঘ্রই এগুলো বন্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

3 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

10 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

10 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

10 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

10 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

12 hours ago

This website uses cookies.