চুনারুঘাটের জহুর আলীর লাশ মিলল ভারতে : মৃত্যুর কারণ নিয়ে ধুম্রজাল

জসিম উদ্দিন, হবিগঞ্জ

চুনারুঘাট উপজেলার এক বৃদ্ধের লাশ ভারতের ত্রিপুরা রাজ্যে পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি। উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লা স্থলবন্দর সীমান্তের অপরপাশে ত্রিপুরার খোয়াই থানার গৌড়নগর এলাকার একটি রাস্তার পাশে তার মরদেহ পড়েছিল বলে মঙ্গলবার বিকেলে বিজিবি-৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ জানান, নিহত জহুর আলী (৬০) গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে। তার মরদেহ এখন ভারতীয় কর্তৃপক্ষের হাতে রয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক চৌধুরী সাংবাদিকদের বলেন, জহুর আলী ঢাকায় একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। তিন দিন আগে তিনি বাড়িতে আসেন। আসার সময় ঢাকা থেকে বেশকিছু লুঙ্গি নিয়ে আসেন। সোমবার তিনি বাড়ির পাশের নালুয়া বাগানে যান। এ সময় তিনি পরিবারের সদস্যদের বলে যান, লুঙ্গিগুলো বিক্রি করে ফিরে আসবেন। কিন্তু আর ফেরেননি। পরে তিনি জানতে পেরেছেন, তার মরদেহ ভারতের খোয়াইয়ে পাওয়া গেছে।” খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ, বিজিবি ও স্থনীয় জনপ্রতিনিধিরা গিয়েছেন।

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বলেন, বিষয়টি জানার পর আমরা বিজিবিকে জানিয়েছি। আমরা তার মরদেহ উদ্ধারের চেষ্টা করছি। এদিকে, বিজিবি-৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদিকদের কাছে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জহুর আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি হয়ত সোমবার কোনো এক সময় মানিকভান্ডার নাম স্থানের মেইন পিলার ১৯৬৮/এম কার কাছ দিয়ে ভারতে প্রবেশ করেন। সকাল ১০টার দিকে ভারতের তিন কিলোমিটার অভ্যন্তরে গৌড়নগর এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ দেখে স্থানীয়রা (ত্রিপুরার) খোয়াই থানায় খবর দেয়। পুলিশ এসে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করে। বিএসএফের বরাতে এসব তথ্য জানা গেছে জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, ভারতীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত শেষে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

43 minutes ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

46 minutes ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

52 minutes ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

58 minutes ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

3 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

4 hours ago

This website uses cookies.