ফাইল ছবি
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
গতকাল ময়মনসিংহের মুক্তাগাছায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ‘২৪ আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মুক্তাগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ ভক্ত পূজারীবৃন্দ অংশগ্রহণ করেন ।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হায়দার,সহকারী কমিশনার (ভূমি) , বাবু স্বপন কুমার দাস,সভাপতি পূজা উদযাপন কমিটি,মুক্তাগাছা শাখা , ফারুক আহাম্মদ,অফিসার ইনচার্জ, মুক্তাগাছা থানা প্রমুখ ।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠেয় উক্ত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সনাতনী ভক্ত পূজারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা মাশায়েখসহ শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় পূজা উদযাপনের শুরু থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা বজায়, যানজট নিরসন, ভক্ত, পূজারী, দর্শনার্থীর নিরাপদ আগমন-প্রস্থান, হাইওয়ের পাশে মন্ডপ তৈরিতে নিরুৎসাহিত করণ, দায়িত্বরত মহিলা আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তা,সেনিটেশন ও নির্দিষ্ট সময়ে ডিউটি পালন, নিরাপদ বিদ্যুৎ সংযোগ ও নিরবিচ্ছিন্ন বিতরণ, সার্বক্ষণিক মনিটরিং কল্পে ইন্টারনেট/মোবাইল যোগাযোগ নিশ্চিতকরণ, নিরাপদ যোগাযোগ ব্যবস্থাপনা উন্নীতকরণ, বিকল্প আলোর ব্যবস্থা, মণ্ডপের আশেপাশে অহেতুক বা সন্দেহজনক আনাগোনায় রত ব্যক্তি/গোষ্ঠীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ, রেজিষ্ট্রেশনবিহীন বাইক,থ্রি হুইলার চলাচল ও বোতলজাত দাহ্য পদার্থ বহনে কড়ারোপ, উস্কানি বা আপত্তিকর আচরণে ধৈর্যের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে প্রশাসন, পূজা উদযাপন কমিটি, নির্দিষ্ট ভলান্টিয়ার টীম, রাজনৈতিক সংগঠন, মিডিয়ার সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় ।
একথা স্বীকার্য যে, ধর্মীয় আচার অনুষ্ঠান ও পারস্পরিক মূল্যবোধ, প্রীতি বন্ধন, জাতি-ধর্ম-বর্ণবৈষ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্বল ও ঐতিহাসিক লীলাভূমি বাংলাদেশ বিশ্বের কাছে সমাদৃত ও ইতিহাস স্বীকৃত ।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.