Categories: সারাদেশ

সালথায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ : বসতঘর ভাংচুর-অগ্নিসংযোগ, আহত ১০

সাইফুল ইসলাম মারুফ, সালথা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ বসতঘর ভাংচুর-ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামে যুবদল নেতা হাসান আশরাফের বাড়ি ও তার সমর্থকদের অন্তত ৫টি বাড়িতে হামলা চালায় একই উপজেলার বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরের সমর্থকরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বরের সাথে উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় নকুলহাটি বাজারে বিএনপি নেতা নাসির মাতুব্বর ও যুবদল নেতা হাসান আশরাফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার পর থেকে এলাকায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

রবিবার সকাল ১০টার দিকে বিএনপি নেতা নাসির মাতুব্বরের কয়েকশত সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে যুবদল নেতা হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি ঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়।

যুবদল নেতা হাসান আশরাফ বলেন, শনিবার নকুলহাটি বাজারে মারামারির সময় আমি এলাকায় ছিলাম না। আমি বিএনপি নেত্রী শামা ওবায়েদ আপার সাথে ছিলাম। তারপরেও সকালে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল ওহাবের সমর্থকরা আমার ও আমার সমর্থকদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বর বলেন, এই হামলার সাথে আমার লোকজন জড়িত না। হামলার সময় আমি আমার লোকদের ঠেকিয়ে রেখেছিলাম। হামলার ঘটনাটি কয়েক গ্রামে ঘটেছে। এর ভেতর দিয়ে কে বা কারা হামলা করেছে, তা আমি জানি না।

এব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পূর্ব থেকেই ওই এলাকায় পুলিশ মোতায়েন ছিল। ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলগুলোতে পৌঁছে যায়। এখন এলাকা শান্ত রয়েছে। এ ঘটনাগুলোর সঙ্গে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, শনিবার সংঘর্ষের পর থেকে নাসির মাতুব্বর ও হাসান আশরাফের সমর্থকদের আমরা শান্ত থাকার জন্য বলেছিলাম। এলাকায় পুলিশও মোতায়েন ছিল। কিন্তু নাসির মাতুব্বরের গ্রুপের লোকজন এসে হাসান আশরাফসহ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তিনি আরো বলেন, হামলাকারীরা অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে। আমাদের পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পরিস্থিতি শান্ত করে।

 

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

7 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

13 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

13 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

13 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

13 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

15 hours ago

This website uses cookies.