সাইফুল ইসলাম, মানিকগঞ্জ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)কাগজে কলমে প্রকল্প থাকলেও বাস্তবায়ন না করেই বিল উত্তোলন করা হয়েছে। জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় বয়রা ইউনিয়নে ১ লক্ষ ৮৬ হাজার ৫শত ৩০ টাকা বরাদ্দে ‘আন্ধারমানিক নদীর পার সংলগ্ন আই লাভ হরিরামপুর এর দুই পাশে স্টেইনলেস স্টিলের বেঞ্চ স্থাপন’ বাস্তবায়ন এর দায়িত্ব পায় বয়রা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন।
তবে প্রকল্পের অর্থবছর পেরিয়ে গেলেও, কোনো বাস্তবায়ন করা হয়নি তবে বিল উত্তোলন করা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের আন্ধারমানিক নদীর পার সংলগ্ন আই লাভ হরিরামপুর এর দু পাশে কোথাও কোনো স্টেইনলেস স্টিলের কিংবা কোনো প্রকার কোনো বেঞ্চ নির্মান হয়নি। প্রকল্পের বিষয়ে অর্থবছর চলাকালীন সময়ে অবগত ছিলেন না প্রকল্পের বাস্তবায়নকারী ঠিকাদার। প্রকল্পটি দেয় সদ্য বদলি হয়ে যাওয়া উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমানে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের উপ-পরিচালক মোঃ শাহরিয়ার রহমান। নদীর পারে ঘুরতে আসা রিয়াদ বলেন, আমরা তো এখানে কখনো কোনো বেঞ্চ দেখিনি, বসতে না পারার কারণে ঘুরে যেতে হচ্ছে। তবে বসার জন্য বেঞ্চ হলে ভালো হয়।
নদীর পাড়ে চাষাবাদ করা কৃষক আবুল হোসেন জানান, এইহানে কাউরে কহনো বসার জন্য কিছু নির্মাণ করতে দেহি নাই। প্রকল্পের বাস্তবায়নকারী ঠিকাদার বয়রা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন বলেন, এরকম কোনো প্রকল্প আছে তা অর্থবছর চলাকালীন সময় আমি জানতাম না। কিছুদিন আগে প্রকল্পের বিষয়ে জানতে পেরে উপজেলায় যোগাযোগ করি তারা আমাকে বলে, অর্থ নাকি ছিলো না এজন্য করতে পারে নাই। খুব তাড়াতাড়ি প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তারা। সুশাসনের জন্য নাগরিক সুজন মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, যদি কাজ না করেই বিল উত্তোলন করে থাকে তবে এটি টাকা আত্মসাতের শামিল এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিষয়টি নিয়ে হরিরামপুর উপজেলা ইঞ্জিনিয়ার মাজহারুল হক আকন্দ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সদ্য বদলী হওয়া উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের উপ-পরিচালক মোঃ শাহরিয়ার রহমান বলেন, ওইখানে বেশকিছু কারণে প্রকল্পটি করা হয়নি, এডিপির টাকা প্রকল্প বাস্তবায়ন না হলে তা ফেরত চলে যায়। জনগণের স্বার্থে টাকা উত্তোলন করে যৌথ স্বাক্ষরে টাকাগুলো সোনালী ব্যাংকের সি একাউন্টে জমা রাখা হয়েছে, পরবর্তীতে যে ইউএনও আসবে তিনি বাস্তবায়ন করবে। বাংলাদেশের সকল উপজেলায় এমনটা করা হয়ে থাকে, যদি টাকাগুলো উত্তোলন করে না রাখি,তাহলে উপজেলায় সেই পরিমাণ অর্থ বরাদ্দ কম আসবে পরবর্তী অর্থবছর থেকে। এ ব্যাপারে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার আশরাফ বলেন, আমি আর মাত্র ৪ দিন দ্বায়িত্বে আছি, বিষয়টি আমি খতিয়ে দেখে যে নতুন ইউএনও স্যার আসবে বিষয়টি তাকে অবগত করবো।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.