Categories: রাজনীতি

ডা. শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাকুর মাহমুদ চৌধুরী, কক্সবাজার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আগমন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জানুয়ারি, সোমবার রাত ৮:৩০টায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার সভাপতি আমিনুল ইসলাম হাসান এবং সাধারণ সম্পাদক আবদুল হাকিম মাসুম সঞ্চালনা করেন।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। সভায় কক্সবাজার জেলা এবং শহর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন: শহর সিনিয়র সহ-সভাপতি এম ইউ বাহাদুর,ঝিলংজা ইউনিয়ন সভাপতি রাশেদুল হক, পর্যটন আবাসিক জোন সভাপতি মুজাহিদুল ইসলাম, দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন, ফ্লাওয়ার মিলস শ্রমিক ইউনিয়ন সভাপতি মাওলানা আমিনুল হক, দর্জি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ১০নং ওয়ার্ড সভাপতি আমীর আহমেদ, ৯নং ওয়ার্ড সভাপতি বেলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড আবদুর রহিম, ৫নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি নুরুল আমীন, ৩নং ওয়ার্ড পশ্চিম সভাপতি তৈয়বুল ইসলাম, শ্রমিক নেতা খায়রুল বশর, শফিকুল ইসলাম শফি, নুরুচ্ছফা সাগর, আজিজ উদ্দিন দিনার, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

সভায় প্রধান অতিথি শামসুল আলম বাহাদুর উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, ৮ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমানের কক্সবাজার সফর সফলভাবে বাস্তবায়ন করার জন্য সকল কর্মী সম্মেলন এবং বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা সুসম্পন্ন করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, কর্মী সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম হবে, তাই এ ব্যাপারে সুশৃঙ্খলভাবে সমাবেশটি সম্পন্ন করতে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। পাশাপাশি তিনি সম্মেলন সফলভাবে আয়োজন করার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবহনসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সম্মেলনে সর্বাধিক মানুষের উপস্থিতি এবং সুসম্পন্ন আয়োজনের জন্য প্রস্তুতি সভায় নানা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া সভায় কর্মী সম্মেলনের সফল আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রলয় ডেস্ক

Recent Posts

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…

1 hour ago

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…

1 hour ago

ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ

আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…

1 hour ago

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…

1 hour ago

ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…

1 hour ago

মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…

1 hour ago

This website uses cookies.