আহসান হাবিব, পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাইপথে ভারত থেকে আনা ৫টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে একই দিন সকালে সাড়ে ৮টার সময় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির আওতাধীন মোমিনপাড়া সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করে জব্দ করে বিজিবি।
জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযান অব্যাহত আছে। এরি প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মোঃ রহমতুল কবির এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫২/৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তের মোমিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় ভারত থেকে বাংলাদেশে চোরাই পথে আনা চোরাচালানকৃত ভারতীয় ৫টি গরু আটক করে জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানানো হয়। জব্দকৃত ভারতীয় ৫টি গরুর সিজার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত সহ অবৈধ চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে গরুগুলোকে আটক করে জব্দ করা হয়েছে।
অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
This website uses cookies.