রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলন চলাকালে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ঢাকার মহানগর হাকিম জিয়াউদ্দিন আহমেদ এ আদেশ দেন।
এর আগে সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগের দিন রোববার রাতে রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
মামলার নথিতে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর পাকা রাস্তায় আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। এ সময় গুলিতে তার বুক ও পায়ে আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবুর বাবা জয়নাল আবেদীন ওই বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। নাসির উদ্দিন সাথী এজাহারনামীয় ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, সাবেক সরকারের ঘনিষ্ঠ হয়ে নাসির উদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান হিসেবে উসকানিমূলক বক্তব্য ও প্রচারণা চালান। এতে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী রাজনৈতিক কর্মী, সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণে আসাদুল হক বাবু নিহত হন।
এছাড়া আবেদনে বলা হয়, সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি দলীয় স্বার্থে অনৈতিক প্রভাব খাটিয়েছেন এবং প্রকৃত ঘটনা ও অজ্ঞাত আসামিদের পরিচয় শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…
This website uses cookies.