নিজস্ব প্রতিবেদক
ঢাকা ‘মোহাম্মদপুর মহিলা কলেজ’র শিক্ষক বেলায়েত হোসেন মোল্ল্যা’র সংবাদ প্রকাশ কয়ায় চিঠি ও মুঠোফোনে হুমকি প্রদান করেছেন।
সম্প্রতি, গত ৩ জানুয়ারি ২০২৫ইং দৈনিক প্রলয় প্রত্রিকায় “শরীয়তপুরে গাছ চুরির মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদে উল্লেখ্য, লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তির মূল্যবান গাছ চুরি ঘটনায় মামলা করায় বাদীকে মামলা তুলে নিতে বেলায়েত হোসেন প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত বেলায়েত হোসেন শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের বাসিন্দা।
একই এলাকার বাসিন্দা অভিযোগকারী লুৎফর রহমান জানায়, “বেলায়েত হোসেনের সঙ্গে আমার সাথে বিরোধ চলে আসছিলো । দীর্ঘদিন যাবৎ বেলায়েত হোসেন দলবল নিয়ে আমাকে নানাভাবে হয়রানি ও ক্ষতিসাধন করছে। সর্বশেষ রাতের আধারে আমার ৭০ হাজার টাকা মূল্যের মেহগনি গাছ কেটে নিয়েছে। আমি ‘স’ মিলে গিয়ে ওই গাছ জব্দ করি। এঘটনায় ন্যায় বিচারের জন্য আমি বাদী হয়ে বেলায়েত সহ ৫ জনের নামে চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আমলী আদালতে একটি মামলা দায়ের করি। এই মামলা তুলে নিতে বেলায়েত আমাকে নানান মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি করছি”।
এব্যাপারে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ানুল হাসান সানি বলেন, বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে ১ নম্বর আসামীর বিরুদ্ধে সমন দিয়েছেন। এদিকে, মামলা করায় বাদীকে আসামী হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন বাদী। এ সংবাদ প্রকাশ করায় মোহাম্মদপুর মহিলা কলেজের শিক্ষক বেলায়েত হোসেন মোল্ল্যা দৈনিক প্রলয় প্রত্রিকা অফিসে চিঠি পাঠিয়ে ও মোবাইলে হুমকি দিচ্ছেন। চিঠিতে তিনি লিখেন, “প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বাস্তবতা বিবর্জিত।
প্রকাশিত সংবাদে প্রতিবেদক গাছ চুরির ঘটনায় আমার কোন সম্পৃক্ততা খুঁজে পাননি। একটি কুচক্রি মহল অসৎ উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংবাদ প্রকাশ করেছে বলে আমি মনে করি”। তিনি সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৈনিক প্রলয় পত্রিকায় উক্ত সংবাদের প্রতিবাদ যথাযথভাবে প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করেছেন এবং সেই সাথে হুমকি দিয়ে লিখেন যে, সংবাদের প্রতিবাদ প্রকাশ না করলে, মানহানীর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন তিনি।
চিঠি পাবার পর, দৈনিক প্রলয় পত্রিকার পক্ষ থেকে বেলায়েত হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকি-ধামকি দেন এবং পুলেশের উর্ধতন কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ্য কর্মকর্তার ভাঙ্গিয়েও হুমকি দেন। তিনি আরো বলেন, “আপনাদের পত্রিকা আমি দেখে নিব”। অফিসের নাম্বারে বিভিন্ন নাম্বার থেকে ফোন করেও প্রকাশিত সংবাদের প্রতিবাদ ছাপাতে হুমকি প্রদান করা হয়। এ ব্যপারে পত্রিকার পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি জিডি করা হয়।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.