সাইফুল ইসলাম, মানিকগঞ্জ
মানিকগঞ্জে আদালত হতে কারাগারে প্রেরণের সময় প্রিজনার ভ্যান থেকে সমন্বয়কদের মৃত্যুর হুমকি দিয়েছেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) বেলা ৩টায় সদর থানা পুলিশের নিরাপত্তায় আব্দুর রাজ্জাক রাজাকে আদালতে উপস্তিত করা হয়। আদালতের শুনানি শেষে আদালত থেকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।আদালত হতে কারাগারে প্রেরণের সময় এই মেরে ফেলার হুমকির ঘটনা ঘটে।এসময় আদালত চত্বরে জড়ো হয় শত শত মানুষ ও মানিকগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র জনতারা ।
জানা যায়,আদালত হতে জেল হাজতে প্রেরণের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলেই ‘রাজার ফাঁসি চাই’ বলে স্লোগান দেয় ও ছাত্র জনতা প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে।
প্রিজনার ভ্যান থেকে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আশরাফুল ইসলাম রাজু , রমজান মাহমুদ, মেহরাব খান, হাসনা হেনা সহ ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সকল সমন্বয়কদের মেরে ফেলার হুমকি প্রদান করেন ।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রিজনার ভ্যান আটকে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ছাত্র জনতার মধ্যে বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে ছাত্র-জনতা পুলিশের প্রিজন ভ্যান ২০ মিনিট আটকে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে আসামির শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে আব্দুর রাজ্জাক রাজাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
মানিকগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার হাসনা হেনা বলেন, আমরা কোর্ট চত্বরে সর্বোচ্চ শাস্তির দাবি করে স্লোগান দিলে , রাজার ছেলে পাশে থাকা দুইতলা ভবন থেকে আমার ছবি তুলে রাখে । প্রিজনার ভ্যান থেকে আসামি রাজা আমাদের মেরে হুমকি প্রদান করে । আমাদের জীবনের এখনো কি নিশ্চয়তা নাই ?
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার মোঃ আশরাফুল ইসলাম রাজু বলেন, আব্দুর রাজ্জাক রাজার নেতৃত্বে ১৮ জুলাই হাসনা হেনাকে কুপিয়ে জখম করে । রাজা প্রিজনার ভ্যান থেকে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এই ধরনের আসামিদের জামিন যেনো না হয় এবং এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত ।
এর আগে, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে থেকে গ্ৰেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় জুলাই-আগস্ট বিপ্লবের সময় বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা ও জেলা বিএনপির কার্যালয় পোড়ানোসহ তিনটি মামলা রয়েছে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.