পিরোজপুর সংবাদদাতা
পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিনের (কোড নং-১২০৮৬০) বিরুদ্ধে চাকুরী বিধি লঙ্ঘন করে শ্রান্তি বিনোদন (আরআর লিভ) এর জন্য সিভিল সার্জনের আদেশ জালিয়াতি করে ১৫ দিন ছুটি ভোগ করার অভিযোগ উঠেছে। বাংলাদেশ চাকুরী বিধি ১৯৫৯ এর ৩(১) বি (২) এবং ১৯৭৯ এর ৪ ধারা লঙ্ঘন করেছেন তিনি।
জানা গেছে,ডাঃ ফরিদা ইয়াসমিন বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালীন ইং-১/১২/২০২০ হইতে ১৫/১২/২০২০ পর্যন্ত আরআর লিভ ভোগ করেন।সরকারী নিয়ম অনুযায়ী একজন কর্মচারী ৩ বছর পর পুনরায় এ ছুটি ভোগ করতে পারেন।কিন্তু ফরিদা ইয়াসমিন পূর্বের ভোগ করা ছুটির আদেশে উল্লেখিত তারিখ জালিয়াতি করে পরিবর্তন করে অর্থাৎ ১/১২/২০২০ তারিখ পরিবর্তন করে ১/৭/২০১৯ এবং ১৫/১২/২০২০ পরিবর্তন করে ১৫/০৭/২০১৯ বানিয়ে পরবর্তী ছুটি নেওয়ার নির্ধারিত সময়ের ৬ মাস আগেই আরআর লিভের জন্য ১৫ দিন অর্জিত ছুটি ভোগ করেন।জালিয়াতি করে এ ছুটি নিয়েছেন তিনি।
এছাড়াও এ বছরের জানুয়ারি পর্যন্ত ৩৬ মাসের কোয়ার্টার ভাড়া পরিশোধ না করার অভিযোগ রয়েছে ডাঃ ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে। এ পর্যন্ত তিনি ৬ লাখ ২৯ হাজার ৭৪৮ টাকা কোয়ার্টার ভাড়া পরিশোধ করেননি বলে জানা গেছে।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. নিজাম উদ্দিন জানান,কোয়ার্টার ভাড়া কত বাকি আছে তা জেলা হিসাব রক্ষন কর্মকর্তার মাধ্যমে জানতে হবে।
পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মো. মিজানুর রহমান জানান, ডাঃ ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ শুনেছি। যাচাই বাছাই করে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এসব অভিযোগ ডাঃ ফরিদা ইয়াসমিন অস্বীকার করেছেন।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.