কদমতলীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, আল মদিনা নার্সিং হোম বন্ধের দাবি

নিজস্ব সংবাদদাতা

রাজধানীর কদমতলীতে অবস্থিত ‘আল মদিনা নার্সিং হোম’ আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ভুল চিকিৎসার অভিযোগে এক নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল, ২৭ জানুয়ারি (সোমবার), রায়েরবাগ জোড়খাম্বা এলাকায় প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন চলাকালীন এ ঘটনা ঘটে। নবজাতকের স্বজনদের অভিযোগ, অপারেশনটি করার কথা ছিল চিকিৎসক ডাঃ অজিত কুমার রায়ের, কিন্তু তিনি অনুপস্থিত থাকায় নার্স শোভা অপারেশনটি সম্পন্ন করেন। রোগীর স্বজনদের দাবি, চিকিৎসা অবহেলা ও অনভিজ্ঞতাই নবজাতকের মৃত্যুর কারণ।

ভুক্তভোগী পরিবার জানায়, সন্তান জন্মের পরপরই নবজাতকের অবস্থার অবনতি হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানেই শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। তারা আরও অভিযোগ করেন, আল মদিনা নার্সিং হোমের কর্মীরা প্রথম থেকেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং স্বজনদের মুখ বন্ধ রাখতে হুমকি দেয়।

স্থানীয়দের ক্ষোভ, হাসপাতালটি বন্ধের দাবি

এ ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। নার্সিং হোমটির বিরুদ্ধে আগে থেকেই চিকিৎসা অনিয়মের অভিযোগ থাকায় এবার এলাকাবাসী সরব হয়ে হাসপাতালটি বন্ধের দাবি তুলেছেন। একাধিক ব্যক্তি জানান, এই প্রতিষ্ঠানে কোনো ধরনের মানসম্পন্ন চিকিৎসা নেই। অপারেশনে দক্ষ চিকিৎসক না থাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে।

আইনি পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে ভুক্তভোগীরা

সন্তান হারিয়ে শোকে কাতর পরিবারটি জানিয়েছে, প্রভাবশালী মহলের ভয়ভীতি এবং আল মদিনা নার্সিং হোমের হুমকির কারণে তারা আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছেন। কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুর বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতাল কর্তৃপক্ষের অস্বীকার

এদিকে, আল মদিনা নার্সিং হোমের চেয়ারম্যান মিজানুর রহমান দাবি করেছেন, “আমাদের হাসপাতালে এমন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এটি একটি মিথ্যা অভিযোগ।” তবে তার বক্তব্যে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, বিষয়টি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ সব রকমের অপচেষ্টা চালাচ্ছে।

সাংবাদিকদের কাজেও বাধা

এ ঘটনার পর সাংবাদিকরা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করলে তাদের কাজেও বাধা সৃষ্টি করা হচ্ছে। স্থানীয় সাংবাদিকদের একজন জানান, “আমরা যখন বিষয়টি কভার করতে যাই, তখন কিছু লোক এসে হুমকি দেয়। তারা বলে, যদি বিষয়টি নিয়ে কোনো রিপোর্ট করা হয়, তবে আমাদের জীবন নিয়ে বিপদ হবে।”

মানববন্ধনের প্রস্তুতি, দোষীদের শাস্তির দাবি

স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে আগামীকাল মানববন্ধনের আয়োজন করার ঘোষণা দিয়েছেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব হাসপাতালটি স্থায়ীভাবে বন্ধ করা হোক এবং এমন প্রাণঘাতী চিকিৎসা অবহেলার দায়ে সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হোক।

এই ঘটনা রাজধানীর চিকিৎসা ব্যবস্থার গুরুতর ত্রুটির আরেকটি উদাহরণ। ভুক্তভোগীরা যেন ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল

 

প্রলয় ডেস্ক

Recent Posts

২০ আগস্টের মধ্যে জুলাই সনদের মতামত জানাবে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…

37 minutes ago

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

2 hours ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

2 hours ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

2 hours ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

2 hours ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

This website uses cookies.