শরীয়তপুর সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রার্থী চূড়ান্ত করেছে। বরিবার (২ ফেব্রুয়ারি) বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ফরিদপুর অঞ্চলের প্রতিটি উপজেলা ও পৌরসভা নেতাদের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক, সাবেক এমপি, এএইচএম হামিদুর রহমান আযাদ।
শরীয়তপুর তিনটি আসনের প্রার্থীরা হলেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল ও শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম। এই তিন প্রার্থীকে এখন থেকে ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মাঠ চষে বেড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, প্রার্থী ঘোষণার পরপরই শরীয়তপুরে জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে উৎসব-উদ্দীপনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তাদের প্রার্থীদের ছবি দিয়ে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরার সদস্য ও শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন বলেন, আমাদের তিনজন প্রার্থীই যোগ্য ও জননন্দিত। তৃণমূলে তাদের চাহিদা আকাশছোঁয়া। আগামীর নির্বাচনে শরীয়তপুর তিনটি আসনের মানুষ তাদের যোগ্য ও প্রিয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য সদা প্রস্তুত।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.