মুক্তাগাছা সংবাদদাতা
ময়মনসিংহের মুক্তাগাছায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শিক্ষার্থীর নাম মো: রিফাত (১২)। সোমবার সকাল ৭টায় উপজেলার বড়গ্রাম ইউনিয়নের নরকোনা মধ্যপাড়া গ্রামের এক সরিষা খেতের মাঝখান থেকে মাটি খুড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ ।
এ ঘটনায় থানা পুলিশ মো: মিরাজ (১৭) নামে একজনকে আটক করেছে। উপজেলার কাতলসা গ্রামের মো: মফিজুল ইসলামের ছোট ছেলে মো: রিফাত (১২)। সে শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অভাবের সংসার থাকায় লেখাপড়ার পাশাপাশি মাঝে মাঝে রিফাত ভাড়ায় অটো ভ্যান চালাতো। ৯দিন আগে ভাড়া অটো নিয়ে বের হয়। তার পর থেকে ভ্যানসহ নিখোজ হয় রিফাত। তখন থেকেই তার পরিবার খোঁজা-খোজি করতে থাকে।
এই ঘটনায় গত ২৯ জানুয়ারি মুক্তাগাছা থানায় অভিযোগ করে রিফাতের বড় ভাই আরিফ হোসেন। থানা পুলিশ ঘটনাটিতে উপজেলার জয়রামপুর এলাকার মো; সাহেদের ছেলে মোঃ মিরাজকে সোমবার রাত আনুমানিক তিনটার দিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পৌরসভার মনিরাম বাড়ি এলাকাকা থেকে আটক করে।
থানা পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অনুসন্ধান শুরু করে তথ্য প্রযুক্তির সহযোগিতায় মিরাজ(১৭) নামে একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুসারে নরকোনা গ্রামের এক সরিষা খেতের মাঝখান থেকে মাটি খুড়ে রিফাতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, উক্ত ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেফাতারের চেষ্টা চলছে।
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…
This website uses cookies.