সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাব’র সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে ভোলায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শতাধিক কার্টুন ঔষধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুদক সীতাকুণ্ডে ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৪ টঙ্গীতে আ.লীগের দোসর ভাই-বোন অপরাধ জগতের নিয়ন্ত্রক, পর্ব-১ কুড়িগ্রাম জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, ৫২১ জনের নামে মামলা পুলিশের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় আটক ১৬

মুক্তাগাছায় ৫ম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার,  আটক ১

মুক্তাগাছা সংবাদদাতা

ময়মনসিংহের মুক্তাগাছায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শিক্ষার্থীর নাম মো: রিফাত (১২)। সোমবার সকাল ৭টায় উপজেলার বড়গ্রাম ইউনিয়নের নরকোনা মধ্যপাড়া গ্রামের এক সরিষা খেতের মাঝখান থেকে মাটি খুড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ ।

এ ঘটনায় থানা পুলিশ মো: মিরাজ (১৭) নামে একজনকে আটক করেছে। উপজেলার কাতলসা গ্রামের মো: মফিজুল ইসলামের ছোট ছেলে মো: রিফাত (১২)। সে শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অভাবের সংসার থাকায় লেখাপড়ার পাশাপাশি মাঝে মাঝে রিফাত ভাড়ায় অটো ভ্যান চালাতো। ৯দিন আগে ভাড়া অটো নিয়ে বের হয়। তার পর থেকে ভ্যানসহ নিখোজ হয় রিফাত। তখন থেকেই তার পরিবার খোঁজা-খোজি করতে থাকে।

এই ঘটনায় গত ২৯ জানুয়ারি মুক্তাগাছা থানায় অভিযোগ করে রিফাতের বড় ভাই আরিফ হোসেন। থানা পুলিশ ঘটনাটিতে উপজেলার জয়রামপুর এলাকার মো; সাহেদের ছেলে মোঃ মিরাজকে সোমবার রাত আনুমানিক তিনটার দিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পৌরসভার মনিরাম বাড়ি এলাকাকা থেকে আটক করে।

থানা পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অনুসন্ধান শুরু করে তথ্য প্রযুক্তির সহযোগিতায় মিরাজ(১৭) নামে একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুসারে নরকোনা গ্রামের এক সরিষা খেতের মাঝখান থেকে মাটি খুড়ে রিফাতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, উক্ত ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেফাতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়