নান্দাইল সংবাদদাতা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাসের মধ্যেই দেশের রাজনীতিতে আবারও ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ। অন্তর্র্বতী সরকারের পদত্যাগের দাবিতে গত ১ থেকে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল-অবরোধসহ বিভিন্ন ধরনের কর্মসূচির ঘোষণা করেছে দলটি। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের নান্দাইল উপজেলাতেও গত কয়েকদিন যাবৎ ব্যাপক সরব হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই নান্দাইলে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।তবে পুলিশ প্রশাসন বলছে, অপরাধীদের ধরতে বিরামহীনভাবে কাজ করছেন তারা।
জানা গেছে, গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর সিডস্টোর বাজার এলাকায় লিফলেট বিতরণ শেষে বিক্ষোভ ও মিছিল করেছে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই কর্মসূচি পালনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন সাবেক এমপি তুহিন। ক্যাপশনে লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী আন্দোলনের অংশ হিসেবে আজ সারাদিন দলীয় কর্মসূচি ও লিফলেট বিতরণে নান্দাইল উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।’ সেই স্ট্যাটাসের কমেন্টে প্রায় আড়াইশো স্থানীয় নেতাকর্মী কমেন্ট করেন এবং কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেন। একইসঙ্গে কমেন্টে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দেখে নেওয়ারও হুমকি-থামকি দেন অনেকে।
এদিকে আওয়ামী লীগের কর্মসূচি পালনের পর সেই এলাকায় পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। এরপর নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু চন্দ্র দে বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ৩৭ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি দিয়ে মামলা দায়ের করেন। সেইসঙ্গে অভিযান চালিয়ে দুই নেতাকর্মীকে গ্রেপ্তারও করে পুলিশ।
এখানেই থেমে থাকেনি আওয়ামী লীগ। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবারও উপজেলার আঁচারগাও বাজার এলাকায় লিফলেট বিতরণ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এমনকি লিফলেট বিতরণ শেষে অন্তর্র্বতীকালীন সরকারের পতনের দাবিতে বিক্ষোভ মিছিলও করে তারা। সেই কর্মসূচি পালনের ছবিও নিজের ফেসসবকে পোস্ট করেন আনোয়ারুল আবেদিন খান তুহিন। ক্যাপশনে লিখেন, ‘কতজনের বিরুদ্ধে মামলা করবেন? জেগে উঠেছে নান্দাইল, আচারগাও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে ধন্যবাদ।’
খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্রজনতার ওপর হামলা-গুলির পরও নান্দাইলে আওয়ামী লীগের নামে শক্তিশালী কোন মামলা হয়নি। একটি মামলা হলেও সেই মামলার বাদীকে ভয়-ভীতি ও নানা ধরণের প্রলোভন দেখিয়ে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ রয়েছে। যে কারণে পুলিশের পক্ষ থেকেও জোরালো কোন অভিযান বা শক্ত অবস্থান নিতে দেখা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে নান্দাইলের মাঠিতে আওয়ামী লীগের সক্রিয়তাকে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে হিসেবে দেখছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন মন্জু বলেন, ৫ আগস্টের পর নান্দাইল আওয়ামী লীগের প্রথম সারির কয়জন নেতাকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ? পারেনি। কিন্তু উল্টো তারা নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে এবং আবারও তারা রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে।
তিনি বলেন, শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে আওয়ামী লীগের সময়ে শান্তিতে কোনদিন বাড়িতে ঘুমাতে পারিনি। মামলা-হামলার কারণে পরিবারের অন্যান্য সদস্যরাও সবসময় আতঙ্কের মধ্যে থাকতো। কিন্তু ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সারাদেশে গণহত্যা চালিয়েও মায়ের কোলের শিশুর মতো নিরাপদে আছে। প্রশাসন যদি এভাবে নিষ্ক্রিয়তা দেখিয়ে যায়, তাহলে ছাত্র-জনতাকে নিয়ে বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করবে। তখন বড় ধরণের কিছু হয়ে গেলে এর দায় প্রসাশনকেই নিতে হবে।
এসব প্রসঙ্গে নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ উপজেলায় বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছে। ফেসবুকে আমাদের হুমকি-ধামকিও দিয়ে যাচ্ছে। এমনকি আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মিলে তারা নানা ধরণের সন্ত্রাসী কার্যকলাপের ক্যাম্পেইন করে ষড়যন্ত্র করছে। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না।
উপজেলার ছাত্রদলের সাবেক আহবায়ক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা বাবু পল্লব রায় বলেন, আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সজাগ আছে। আওয়ামীলীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিদিনই উপজেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে। সামনের দিনে নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে আরও বেশি সক্রিয় থাকার ব্যাপারে নির্দশনা দেওয়া হয়েছে।
এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে,নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফরিদ আহম্মেদ বলেন, রাজনৈতিক কর্মসূচি নামে সন্ত্রাস বিরোধী কার্যকলাপ ও অরাজকতা সৃষ্টিকারী অপরাধীদের ধরতে বিরামহীনভাবে কাজ করছেন নান্দাইল মডেল থানা পুলিশ।ইতিমধ্যে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।বাকি অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.