স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ত্রিশালে হত্যার উদ্দেশ্যে কাঠ মিস্ত্রি সবুজকে কৃষকলীগ নেতা তরিকুলসহ তার সন্ত্রাসী বাহিনী কুপিয়ে জখম করেছে। গত সোমবার (০৩ রা ফেব্রুয়ারী) সকালে এঘটনা ঘটে। ত্রিশালে সন্ত্রাসী কর্মকাণ্ড করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই কৃষকলীগ নেতা। আহত কাঠ মিস্ত্রি সবুজ হল- দরিল্যা পূর্ব পাড়া এলাকার মৃত আঃ বারেকের ছেলে। আর অঅিযূক্ত কৃষকলীগ নেতা তরিকুল মৃত সুরুজ আলী ওরফে সুরজুর ছেলে। তরিকুল উপজেলার রামপুর ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক।
তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা। এঘটনায় সবুজ বাদী হয়ে তরিকুলসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, কৃষকলীগ নেতা তরিকুলের বসতবাড়িতে নির্মাণ কাজ করতে যান সবুজ ও তার সহকারী মিস্ত্রি কাঁঠাল তেঁতুলিয়াপাড়া এলাকার শামসুদ্দিনের পুত্র ইসমাইল। কাজ শুরুর পর হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার পর কাজ নিয়া বিবাদী তরিকুলের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে কৃষকলীগ নেতা একটি কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে সবুজ মিয়ার মাথার তালুকে স্বজোরে কোপ মেরে কাটা রক্তাক্ত গুরুতর জখম করে। এসময় সবুজের সহকারী মিস্ত্রি ইসমাইল ও দরিল্যা এলাকার মুনসুরের পুত্র রাসেল ফিরাইতে গেলে তরিকুল তাদেরকেও এলোপাথারীভাবে মারপিট করতে থাকে। তখন তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন আহত সবুজকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এছাড়াও কাঠ মিস্ত্রি সবুজের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রেখে দেন তরিকুল। স্থানীয় সূত্রে জানা যায়, অতীতের ন্যায় বর্তমানেও ত্রিশালে সন্ত্রাসী কর্মকাণ্ড করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কৃষকলীগ নেতা তরিকুল। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে কার্যত কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করে কিনা?
কাট মিস্ত্রি সবুজের উপর হামলাকারী তরিকুলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এঘটনায় ভুক্তভোগী সবুজ প্রতিবেদককে জানান, থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো মামলা নেয়নি। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিসহ ন্যায় বিচার দাবি জানান। বর্তমানে আইনের আশ্রয় না নিতে বারবার হুমকি দিচ্ছে এই কৃষকলীগ নেতা।
এব্যাপারে অভিযুক্ত কৃষকলীগ নেতা তরিকুল ইসলামের সাথে বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তথ্য নেওয়া সম্ভব হয়নি। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ জানান, কৃষকলীগ নেতা তরিকুল কে আইনের আওতায় আনার চেষ্টা চলমান, দ্রুত আইনের আওতায় আনা হবে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.