বনি আমিন, কেরানীগঞ্জ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সংস্কার আল্লাহ প্রদত্ত কোন কোরআন নয়,বাইবেল নয় এবং হিন্দুদের বেদও নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি সময়ের প্রয়োজনে করতে হয়। সংস্কার নিয়ে এখন নানামুখী ষড়যন্ত্র চলছে। সংস্কার নিয়ে প্রশাসনের মধ্যে ষড়যন্ত্র রয়েছে।
দলের মধ্যে রয়েছে। দেশের বাহির থেকেও ষড়যন্ত্র করা হচ্ছে। কিছু ষড়যন্ত্র দৃশ্যমান এবং কিছু ষড়যন্ত্র অদৃশ্য। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্য একটি দল সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বে অনুষ্ঠিত হওয়ার জন্য নানা বিধ ষড়যন্ত্র করছে। তিনি আজ সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকোটিয়া গার্লস স্কুল মাঠে বিএনপি’র সদস্য পদ নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ মুজিব ক্ষমতা পাকাপক্ত করার জন্য বাকশাল গঠন করেছিলেন।কিন্তু বাকশাল কি জিনিস এটি খায় না মাথায় দেয় সেটি তার দলের কর্মীরা বুঝতো না। তাই তিনি জীবন দিয়ে এর খেসারত দিয়েছেন। এখন থেকে শেখ মুজিবের দুইবার মৃত্যুবর্ষ পালন করতে হবে। একবার ১৫ ই আগস্ট আরেকবার ৫ই আগস্ট। শেখ হাসিনা উন্নয়নের দোহাই দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল এজন্য সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
গয়েশ্বর বলেন,বিএনপি করা লোকের অভাব নেই। তাই ধার করা লোক দিয়ে বিএনপি করার প্রয়োজন নেই। ভোটের মালিক জনগণ দেশের মালিকও জনগণ। তাই বিএনপি’র নেতাকর্মীদের এমন কোন কর্ম করা যাবে না যেন ভোটের বাজারে, ব্যালট বাক্সে আগুন লাগে।সকল কর্মীদের সংযত হয়ে কথা বলতে হবে। আগে দেশ পরে দল তারপরে ব্যক্তি। যার যার ভোট তার তার হাতে। এখন স্বামীর কোথায় বউ ভোট দেয় না।আবার বউর কথায় স্বামিও ভোট দেয় না। কয়েকদিন যাবত দেশে যা ঘটছে তা ভোট বন্ধ করতে কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা সে বিষয়ে আমাদের ভাবতে হবে। গুজবে কেউ কান দিবেন না দৌড় দিবেন না। সব লোক কিন্তু আওয়ামী লীগ করে না এবং বিএনপি করে না। আওয়ামী লীগ-বিএনপি আচার আচরণে বছরে বছরে তাদের মন পরিবর্তন হয়। ঢাকা জেলা বিএনপি র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, জয়নাল আবেদীন বাবুল, মোকারম হোসেন সাজ্জাদ ও মাহবুবুর রহমান মামুন,শ্রমিকদল নেতা মোহাম্মদ শাহিন, আসাদুর রহমান সোহেল প্রমূখ।
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল…
অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
This website uses cookies.