আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার
অপহরণের দুই ঘণ্টা পর গাজীপুর থেকে অপহৃত এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে এঘটনা ঘটে। আটককৃত অপহরণকারী হলো- গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা এলাকার রুহুল আমিনের ছেলে নাঈম হোসেন (১৮)।
অপহৃত শিশু শ্রেষ্ঠ হোসেন আরব (৮) একই উপজেলার মারতা এলাকার ও হাবিব জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হাবিবুর রহমানের ছোট ছেলে। পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকার মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার সামনে থেকে বিকাল তিনটার দিকে অপরনকারীরা শিশু শিক্ষার্থী মোঃ শ্রেষ্ঠ হোসেন আরব’কে অপহরণ করে নিয়ে যায়।
পরে এ ঘটনা পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিনের দিক নির্দেশনায়, সদর জোনের সহকারী কমিশনার মো: দ্বীন-ই-আলমের নেতৃত্বে এসআই ইয়াসিন আরাফাত ও এএসআই আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করে।দুই ঘন্টার মধ্যে শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।
এ বিষয়ে সদর থানার এসআই ইয়াসিন আরাফাত জানান, অপহৃত শিশু দুই ঘন্টা অভিযান চালিয়ে পাঁচটার মধ্যে উদ্ধার ও একজন অপহরণকারীকে আটক করা হয়েছে। আরো অধিকতর তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.