আলি হায়দার, কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মাত্র ২৬ দিনের ব্যবধানে আবারও ভুল ইনজেকশনে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিনয় বেহারি সেন (৬৮) নামে এক হৃদরোগীকে নার্স ইনজেকশন পুশ করলে, ৫ মিনিটের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে স্বজনেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নিহত বিনয় বেহারি সেন কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল এলাকায় মৃত নয়ন সেনের ছেলে। তিনি সতাল অগ্রগামী সংঘের সাবেক সভাপতি ছিলেন তিনি। নিহতের স্বজনেরা জানায়, কিছুদিন পূর্বে বিনয় সেনের হার্টের সমস্যা দেখা দিলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তখন চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন, পরবর্তীতে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয় বাড়িতে ফিরে আসেন তিনি। কিন্তু রবিবার (৯ ফেব্রুয়ারি) আবারও বিনয় সেনের বুকে ব্যাথা শুরু হলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং হসপিটাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করেন। ভর্তির পর রোগীর অবস্থা ভালো হতে থাকে।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত রোগীর অবস্থা আগের থেকে ভালো এবং বুকের ব্যথা শ্বাসকষ্ট কমে যায়। সোমবার সন্ধ্যায় সিনিয়র নার্স আয়েশা ছিদ্দিকা তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার ৫ মিনিটের মধ্যেই বিনয় বিহারি সেনের মৃত্যু হয়। স্বজনদের দাবি, ইনজেকশন পুশ করার পরপরই তার শারীরিক অবস্থা অবনতির দিকে যায় এবং তিনি মারা যান। এ ঘটনায় বিনয়ের ছেলে হৃদয় সেন হাসপাতালের নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে ভুল ইনজেকশনে মৃত্যুর গুরুতর অভিযোগ তোলেন। হৃদয় বলেন, ঢাকায় দীর্ঘ চিকিৎসার পর বাবা কিছুটা সুস্থ ছিলেন। রোববার কিশোরগঞ্জ মেডিকেলে ভর্তির পরও তার অবস্থা ভালো ছিল। কিন্তু নার্স ইনজেকশন দেওয়ার পরপরই তিনি মারা যান। আমরা জানতে চাইলেও ডাক্তার ও নার্সরা কোনো ব্যাখ্যা না দিয়ে পালিয়ে যান।
প্রেসক্রিপশনও গায়েব হয়ে গেছে। আমরা এই হত্যার বিচার চাই। নিহতের ভাতিজা অশিষ সরকার বলেন, ডাক্তারের লিখা ইনজেকশন পুশ করার ৫ মিনিটের মধ্যে রোগী মারা যায়। মারা যাওয়ার সাথে সাথে ডাক্তার-নার্স পালিয়ে যায়। এই হাসপাতালে এর আগেও এমন ঘটনা ঘটেছে, পরে টাকা দিয়ে সমাধান করা হয়েছে। আমরা টাকা বা ক্ষতিপূরণ চাই না অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আরেক স্বজন সপন সরকার বলেন, আমরা কর্তৃপক্ষের কাছে গেলে কয়েক ঘণ্টায়ও তারা সদুত্তোর দেননি। কোনো চিকিৎসক ব্যবস্থাপত্র দিয়েছেন তার নামও জানানো হয়নি। আমরা বলেছি, ডাক্তারের নামটা বলেন, আমরা জানতে চাই কেন এমনটা ঘটল?
কিন্তু হাসপাতাল কর্তৃৃপক্ষ বারবার বলছে, ‘সরি, সরি, ভুল হয়ে গেছে’। পরবর্তীতে আমরা প্রশাসন নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বসলে তারা আর দুঃখ প্রকাশ করেননি, উল্টো টালবাহানা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। রোগীর স্বজনদের হাসপাতাল ভাঙচুর না চালানোর জন্য বলা হয়েছে।
স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। তবে হাসপাতালের উপ-পরিচালক হেলিশ রঞ্জন সরকার মৃত্যুর বিষয়ে বলেন, বিনয় সেনের মৃত্যুটি স্বাভাবিক মনে হচ্ছে। তার চিকিৎসা নিয়ম অনুযায়ীই হয়েছে। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ১৫ জানুয়ারি একই হাসপাতালে নার্সের দেওয়া ভুল ইনজেকশনে জেলার কটিয়াদী উপজেলার মনিরুজ্জামান মল্লিক (৩২) এবং নিকলী উপজেলাের জহিরুল ইসলাম (২২) দুই রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় হসপিটালের সিনিয়র স্টাফ নার্স নাদিরা আক্তারকে প্রত্যাহার এবং পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু এখনও তদন্তের কোনো অগ্রগতি হয়নি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
This website uses cookies.