ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন রাঘবপুর এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের উপর হামলা, লুটপাট ও হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগকারী মোছাঃ রাজিয়া বেগম (৪০) জানান, বিবাদী পক্ষের পাঁচজন ব্যক্তি তার পরিবারের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে এবং তার বসত বাড়িতে লুটপাট চালিয়েছে। এ সময় তার পরিবারের সদস্যদের উপর মারধর করা হয় এবং তার মেয়ের কান থেকে স্বর্ণের দোল ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও, বসত ঘর থেকে নগদ ৭০,০০০ টাকা ও একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
রাজিয়া বেগম আরও জানান, জমি বিরোধকে কেন্দ্র করে আগে থেকেই বিবাদী পক্ষের সাথে তার স্বামীর বিরোধ চলছিল। গত ১৩ অক্টোবর ২০২৪ তারিখে বিবাদী পক্ষ তার বাড়িতে এসে মারধর করে এবং খুনের হুমকি দেয়। এরপর তিনি ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পরবর্তী তারিখে বিবাদী পক্ষ মামলা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দিতে থাকে। গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিবাদী পক্ষ তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের গুরুতর জখম করে। এ সময় তার বোন, মেয়ে ও পুত্রবধুও মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পর রাজিয়া বেগম ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তিনি আরও অভিযোগ করেন যে, বিবাদী পক্ষ তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে বলেছে, যদি মামলা প্রত্যাহার না করা হয় তবে তাদের খুন করে লাশ গুম করে দেওয়া হবে অথবা রাতে বাড়িতে আগুন লাগিয়ে তাদের পুড়িয়ে মারা হবে।
রাজিয়া বেগম ইতিমধ্যে কোতোয়ালী মডেল থানায় একটি জিডি নং-১৫১৪, তাং-১৫/০১/২০২৫ দায়ের করেছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। ঘটনার সত্যতা যাচাই ও তদন্তের জন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
This website uses cookies.