ছবি অনলাইন সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। একইসঙ্গে পাকিস্তানের চলতি ঘরোয়া টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে’ শোয়েব মালিককে কেন স্ট্যালিয়ন্সের মেন্টর নিয়োগ দেওয়া হয়েছে, সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) ব্যাপক সমালোচনা করেছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে এসব অভিযোগ আর সমলোচনা করেছেন বাসিত আলি। তিনি বলেন, ‘যারা দেশের কথা ভাবতে পারে না, তাদের নিয়োগ দেওয়া উচিত নয়। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে, তাদের মেন্টর হওয়া উচিত নয়। প্রমাণ চাইলে দেবো।
শোয়েব মালিকের সাক্ষাৎকার নিয়েছেন রমিজ রাজা সাহেব। তিনি কী বলেছিলেন?’ পাঁচ দলের সমন্বয়ে চলমান ওয়ানডে কাপের অন্যতম দল স্ট্যালিয়ন্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারিস। এই দলে খেলছেন পাকিস্তান জাতীয় দলের সাদা বলের অধিনায়ক বাবর আজমও। বাবরকে অধিনায়ক না বানিয়ে হারিসকে কেন নেতৃত্ব দেওয়া হয়েছে, এমন প্রশ্ন উত্থাপন করে হতাশা প্রকাশ করেছেন বাসিত আলি।
বাসিত আলি বলেন, ‘বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সেটি হলো, সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’
এমনকি বাবরের উপরও ক্ষোভ ঝেড়েছেন বাসিত আলি। বাবর কেন হারিসের অধীনে খেলতে রাজি হয়েছেন, সেজন্য বাবরকে ‘কাপুরুষ’ বলে উল্লেখ করেছেন তিনি।
বাসিত আলি বলেন, ‘এটা তার (বাবর) জন্য অনেক বড় অপমান। বাবরও কাপুরুষ। উমর আকমল বা আহমেদ শেহজাদ যেভাবে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তারও (বাবর) এমনটা করা উচিত ছিল।’
বাবরকে অধিনায়ক না করে কেন হারিসকে করা হয়েছে, তার ব্যাখ্যা অবশ্য শোয়েব মালিক দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি। কেবলমাত্র সেই খেলোয়াড়দেরই অধিনায়ক নির্বাচিত করা হবে, যারা আমার দৃষ্টিভঙ্গি অনুসারে ভূমিকা পালন করতে পারে। যাদের কিছু দক্ষতাও রয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে একজন অধিনায়কের দক্ষতা ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে আলাদা। আমি এমন কাউকে অধিনায়ক বাছাই করার পরিকল্পনা করছি, যার দক্ষতা আছে এবং দীর্ঘমেয়াদে পাকিস্তানকে সাফল্য দিতে পারে।’
জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
This website uses cookies.