শাকুর মাহমুদ চৌধুরী, কক্সবাজার
কক্সবাজারের কুতুবদিয়া পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষে শিহাব কবির (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারী-২৫) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্বৃত্তরা কক্সবাজারের বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে। তবে আইএসপিআর হতাহতের বিষয়টি পরিষ্কার করেনি। হামলার কারণে হতাহতের ঘটনা ঘটে কি না, সে বিষয়ে আরও বিস্তারিত জানানো হয়নি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত শিহাব কবির কক্সবাজার পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়া এলাকার বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। নিহত শিহাবের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে, তা উভয়পক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আইএসপিআর জানিয়েছে, কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অতর্কিত হামলা চালিয়েছে। বিমান বাহিনী এই হামলার প্রতিকার হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এ ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয়রা জানায়, এ হামলা চালানোর পেছনে নানা কারণ থাকতে পারে, তবে এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজারের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বিমান বাহিনী এ ঘটনায় পুরোপুরি সজাগ রয়েছে এবং শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনাটি তদন্তের জন্য সরকারের সংশ্লিষ্ট দফতর ইতোমধ্যে কাজ শুরু করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহত শিহাব কবিরের পরিবারকে সরকারী সাহায্য প্রদানের বিষয়ে আলোচনা চলছে। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
This website uses cookies.