হৃদয় মোল্লা, শরীয়তপুর
শরীয়তপুরে চার সাংবাদিকদের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নুরুজ্জামান শেখ’কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তন্ময় গাইন এ নির্দেশ দেন।
ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সদর হাসপাতালের এক সংবাদ প্রকাশের জেরে গত ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক সোহাগ খান সুজন। হামলাকারীরা হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে সুজনকে গুরুতর আহত করে। এসময় তাকে বাঁচাতে এলে নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশন ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ ও বাংলা টিভির নয়ন দাসের ওপর হামলা চালায় তারা। পরে সুজনকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার ঘটনায় সেদিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক সুজন বাদী হয়ে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ (৪৫), শামিম শেখ (৪০), ইব্রাহিম মোল্লাসহ (৪০) সাত জনের নাম উল্লেখসহ আরও আট থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পালং মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ ঘটনায় সোমবার দুপুরে আসামিরা আদালতে হাজির হলে প্রধান আসামি নুরুজ্জামান শেখকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, ‘হাতুড়ি আঘাতের আমার দুই কান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কথা শুনতে সমস্যা হচ্ছে। যারা আমাকে হত্যা উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, আইনের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।’
এ ব্যাপারে জানতে চাইলে কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছয় জনকে আসামি করে একটি মামলা করেছিল ভুক্তভোগী এক সাংবাদিক। সেই ঘটনায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে প্রধান আসামি নুরুজ্জামান শেখকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর বাকি পাঁচজন আসামিকে চার্জশিট না আসা অবধি ৫০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়।’
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…
This website uses cookies.